এবার নির্বাচিত Jio AirFiber প্ল্যানে Netflix সহ ফ্রি OTT সাবস্ক্রিপশন দিচ্ছে সংস্থা, জানুন বিশদ

শতাধিক শহরে উপলব্ধ Jio AirFiber, এবার হাইস্পিড ইন্টারনেটের সাথে পাবেন ফ্রি OTT সাবস্ক্রিপশন।

সময়ের সাথে মানুষের অভিরুচি অনেক পাল্টে গেছে। এখন ভারতে বসবাসকারী প্রায় সবারই হাতে ইন্টারনেট কানেকশন ও স্মার্টফোন আছে, আর তারা বিনোদনের জন্য Netflix, Disney+Hotstar ইত্যাদি OTT স্ট্রিমিং পরিষেবার উপর নির্ভর করছেন। তবে মুশকিল হচ্ছে যে সমস্ত রকমের কন্টেন্ট, এক প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাক্সেস করা যায়না; এদিকে একসাথে অধিক OTT সাবস্ক্রিপশন নেওয়ার বিষয়টি পকেটে চাপ ফেলতে পারে। যদিও টেলিকম কোম্পানিগুলির কারণে কার্যত সস্তাতেই অনেক OTT প্ল্যাটফর্ম উপভোগ করা যায়, কারণ তারা রিচার্জ প্ল্যানের সাথে বিনামূল্যে এগুলির মেম্বারশিপ অফার করে। সেক্ষেত্রে বাজারে নিজের আকর্ষণ ধরে রাখতে এবং এই বিষয়টির কথা মাথায় রেখে, Reliance Jio এবার তার কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া Jio AirFiber কানেকশন প্যাকেজের অংশ হিসাবে অন্যান্য OTT প্ল্যানের সাথে Netflix ও Amazon Prime Video-র কমপ্লিমেন্টরি সাবস্ক্রিপশন অফার করার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে সংস্থার AirFiber সার্ভিস ইউজাররা হাই-স্পিড ইন্টারনেটের সাথে খরচ বাঁচিয়ে OTT সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। তো আসুন, Jio AirFiber-এর নতুন সুবিধা সম্পর্কে বিশদ জেনে নিই…

Jio AirFiber ও কিছু কথা

যারা জানেননা তাদের বলি, রিলায়েন্স জিও কোম্পানি কাস্টমারদের বাড়িতে বিনোদন, স্মার্ট হোম সার্ভিস এবং হাই-স্পিড ব্রডব্যান্ডের চাহিদা মেটাতে বিশেষভাবে জিও এয়ারফাইবার ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা চালু করেছে। এতে প্যারেন্টাল কন্ট্রোল, ওয়াই-ফাই ৬ (Wi-Fi 6) সাপোর্ট, সিকিউরিটি ফায়ারওয়ালের মতো ফিচার মিলবে। এক্ষেত্রে কোম্পানিটি হাই-স্পিড ইন্টারনেটের সুবিধাসহ এয়ারফাইবার এবং এয়ারফাইবার ম্যাক্স (AirFiber Max) ক্যাটেগরিতে ছয়-ছয়টি এয়ারফাইবার প্ল্যানও চালু করেছে, যার মধ্যে চারটিতে একগুচ্ছ ফ্রি ওটিটি সাবস্ক্রিপশন মিলবে।

এই Jio AirFiber প্ল্যানগুলিতে মিলবে ফ্রি OTT বেনিফিট

১. Jio AirFiber-এর ১,১৯৯ টাকার প্ল্যান: এয়ারফাইবার ক্যাটাগরির অধীনে আসা এই প্ল্যানে কাস্টমাররা ১০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড এবং ৫৫০+ ডিজিটাল চ্যানেলের ফ্রি অ্যাক্সেসের সাথে বিনামূল্যে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও (Prime Video), ডিজনি+হটস্টার, জিও সিনেমা প্রিমিয়াম (JioCinema Premium) ইত্যাদি ওটিটি সাবস্ক্রিপশন পাবেন।

২. Jio AirFiber Max-এর ১,৪৯৯ টাকার প্ল্যান: নির্বাচিত স্থানে উপলব্ধ এই এয়ারফাইবার ম্যাক্স প্ল্যানটি ৩০ দিনের বৈধতা, ৩০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড, ৫৫০+ ডিজিটাল চ্যানেল এবং ফ্রি নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি+হটস্টার, সনিলিভ (Sony Liv), জি৫ (ZEE5)-এর মতো ওটিটি সাবস্ক্রিপশন অফার করবে।

৩. Jio AirFiber Max-এর ২,৪৯৯ টাকার প্ল্যান: এটিও এয়ারফাইবার ম্যাক্স প্ল্যান, যাতে ৩০ দিনের বৈধতায় ৫০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড, ৫৫০+ ডিজিটাল চ্যানেলের সাথে ফ্রি নেটফ্লিক্স স্ট্যান্ডার্ড, প্রাইম ভিডিও, ডিজনি+হটস্টার, সনিলিভ, জি৫-এর মতো ওটিটি সাবস্ক্রিপশন মিলবে।

৪. Jio AirFiber Max-এর ৩,৯৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে ৩০ দিনের বৈধতা, ১ জিবিপিএস ইন্টারনেট স্পিড ও ফ্রি ৫৫০+ ডিজিটাল চ্যানেলের মতো বেসিক বেনিফিট পাবেন। এছাড়া এটিতে মিলবে বিনামূল্যে নেটফ্লিক্স প্রিমিয়াম, প্রাইম ভিডিও, ডিজনি+হটস্টার, সনিলিভ, জিও ইত্যাদি ওটিটি সাবস্ক্রিপশন।

বর্তমানে শতাধিক শহরে উপলব্ধ Jio AirFiber

জিও, প্রাথমিকভাবে কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই এবং পুনের মতো ভারতের ৮টি শহরে তার এয়ারফাইবার পরিষেবা প্রদান করছিল। তবে এখন পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশসহ ১১৫টিরও বেশি শহরে এটিকে দ্রুত প্রসারিত করা হয়েছে। এক্ষেত্রে আপনার এলাকায় Jio AirFiber উপলব্ধ কিনা তা পরীক্ষা করতে MyJio অ্যাপ বা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট কাজে লাগাতে পারেন৷