BSNL ব্রডব্যান্ড গ্রাহকদের বড় সুখবর, ১৯ মে পর্যন্ত রোজ বিনামূল্যে মিলবে ৫ জিবি ডেটা

এই লকডাউনে গ্রাহকদের সুবিধার জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গত মাসে “ওয়ার্ক ফ্রম হোম” প্রমোশনাল ব্রডব্যান্ড প্ল্যান চালু করেছিল, যেখানে সমস্ত ব্রডব্যান্ড ব্যবহারকারীরা প্রতিদিন ৫ জিবি ডেটা ফ্রি পাবে। বিনামূল্যে পাওয়া এই ডেটার স্পিড হবে ১০ এমবিপিএস। বিএসএনএল এবার এই অফারের ভ্যালিডিটি ১৯ মে পর্যন্ত বাড়িয়ে দিল। এর আগে এই সুবিধা ১৯ এপ্রিল পর্যন্ত দেবে বলে কোম্পানি জানিয়েছিল।

বিএসএনএল এই খবর আজ টুইটারে জানিয়েছে। কোম্পানির এই প্ল্যান দেশের সমস্ত ল্যান্ডলাইন গ্রাহক পাবে। কোম্পানির তরফে জানানো হয়েছে এই অফারের সুবিধা আন্দামান ও নিকোবরের গ্রাহকরাও পাবে। আমরা জানি যে BSNL এর বেশিরভাগই প্ল্যানই এখানে উপলব্ধ থাকেনা।আপনাকে জানিয়ে রাখি বিএসএনএল এর এই অফারের সাথে একটি ইমেল আইডি ও দেওয়া হচ্ছে। যেখানে ১ জিবি স্টোরেজ থাকবে।

এদিকে বিএসএনএল তাদের পোস্টপেড গ্রাহকদের অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন বিনামূল্যে অফার করবে। এরজন্য গ্রাহকদের ৩৯৯ টাকা বা তার অধিক কোনো প্ল্যান রিচার্জ করতে হবে। তবে শুধু পোস্টপেড গ্রাহকরাই নয়, ৭৯৯ টাকা থেকে শুরু যে কোনো ব্রডব্যান্ড প্ল্যানেও Amazon Prime সাবস্ক্রিপশন পাওয়া যাবে। পাশাপাশি কমদামে একমাত্র ৩৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানে এই সুবিধা থাকবে।

আপনাকে জানিয়ে রাখি BSNL এর পোস্টপেড প্ল্যান শুরু হয়েছে ৯৯ টাকা থেকে। তবে অতিরিক্ত বেনিফিট অর্থাৎ অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন কেবল ৩৯৯ টাকা থেকে শুরু প্ল্যানে মিলবে। যে যে পোস্টপেড প্ল্যানে এই সুবিধা উপলব্ধ সেগুলি হল ৩৯৯ টাকা, ৪০১ টাকা, ৪৯৯ টাকা, ৫২৫ টাকা, ৭২৫ টাকা, ৭৯৮ টাকা, ৭৯৯ টাকা, ১১২৫ টাকা ও ১,৫২৫ টাকা। এরমধ্যে ৪৯৯ টাকা ও ৭৯৮ টাকার প্ল্যান পশ্চিমবঙ্গে উপলব্ধ নেই।

গেম খেলতে এখানে ক্লিক করুন

টেকগাপের মেম্বাররা ও সদ্য যোগ দেওয়া লেখকরা এই প্রোফাইলের মাধ্যমে টেকনোলজির সমস্ত রকম খুঁটিনাটি আপনাদের সামনে আনে।