Aadhaar Card: হারিয়ে গেছে আধার কার্ড, নম্বর মনে না থাকলেও কীভাবে খুঁজে পাবেন জেনে নিন

বর্তমান সময়ে ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড (Aadhaar Card) হল এমন একটি পরিচয়পত্র, যা সমস্ত ক্ষেত্রেই (পড়াশোনা, চিকিৎসা, বিভিন্ন সরকারি খাত এমনকি বেসরকারি ক্ষেত্রেও) অপরিহার্য। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা জারি করা এই ১২ সংখ্যার কার্ডে নাগরিকদের পরিচয় এবং অন্যান্য ব্যক্তিগত বিবরণ মুদ্রিত থাকে। ভারতের যেকোনো স্থানে কোনো ব্যক্তির পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসেবে কাজ করে এই আধার কার্ড। স্বাভাবিকভাবেই, কোনো কারণে এই কার্ড হারিয়ে গেলে এবং নম্বর মনে না থাকলে অস্বস্তির শেষ থাকে না! কিন্তু আপনার সাথে যদি এই ধরণের দুর্ঘটনা ঘটে থাকে তাহলেও ভয়ের কিছু নেই। কারণ, UIDAI-এর ওয়েবসাইট থেকে এখন খুব সহজেই আধার কার্ডের নম্বর বার করা যায়।

এমনিতে সরকারি নিয়ম অনুযায়ী, ই-আধার এবং ফিজিক্যাল কপি উভয়ই সমানভাবে বৈধ। সেক্ষেত্রে যদি আপনার আধার কার্ড কোনোভাবে হাতছাড়া হয়ে যায় তাহলে আপনাকে ই-আধার অর্থাৎ আধার কার্ডের ই-ভার্সন ডাউনলোড করে নিজেকেই সেটি প্রিন্ট করতে হবে। তবে, আধার কর্তৃপক্ষ এখন আপনাকে প্রিন্ট করা আধার কার্ডের বিকল্পও প্রদান করবে। সেক্ষেত্রে বাড়িতে বসে নতুন আধার কার্ড পেতে চার্জ লাগবে মাত্র ৫০ টাকা।

আধার কার্ড হারিয়ে গেলে কীভাবে নতুন কার্ড পাবেন (How to get new Aadhaar card if lost)

১. প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://eaadhaar.uidai.gov.in/ যান।

২. এরপর ওয়েবসাইটে আধার ডাউনলোড করার তিনটি বিকল্প দেখতে পাবেন। প্রথম বিকল্পটি ১২ সংখ্যার আধার নম্বর লিখতে বলবে। দ্বিতীয়টিতে এনরোলমেন্ট আইডি লিখতে হবে এবং তৃতীয়টিতে ভার্চুয়াল আইডি প্রবেশ করতে হবে।

৩. এই আইডি বা নম্বরগুলির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে।

৪. বিশদটি পূরণ করার পরে, ছবিতে দেওয়া ক্যাপচার অক্ষরগুলি টাইপ করতে হবে এবং তারপরে ‘সেন্ড ওটিপি’-তে ক্লিক করতে হবে।

৫. এরপর ফোনে আসা ওটিপি কোড এন্টার করতে হবে।

৬. ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলে ডাউনলোড বিকল্পে ক্লিক করুন এবং আধারের একটি ইলেকট্রনিক কপি ডাউনলোড করে নিন।

তবে আপনার যদি আধার নম্বর বা ইআইডি নম্বর মনে না থাকে তাহলেও চিন্তা কিছু নেই। আপনার আধার কার্ডের সাথে ফোন নম্বর রেজিস্টার্ড থাকলেই, আপনি প্রয়োজনীয় তথ্য খুঁজে বার করতে পারবেন।

হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া আধার বা এনরোলমেন্ট নম্বর খুঁজুন (Retrieve Lost or Forgotten EID/UID)

• এরজন্য আপনাকে https://resident.uidai.gov.in/lost-uideid ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

• এরপর নাম, মোবাইল নম্বর ও ক্যাপচা কোড এন্টার করতে হবে।

• এবার ‘Send OTP’ অপশনে ক্লিক করে ফোনে আসা ওটিপি ভেরিফাই করতে হবে।

এখন আপনার ফোনে আধার বা এনরোলমেন্ট নম্বর পাঠিয়ে দেওয়া হবে।