Reliance AGM 2021: আজ আত্মপ্রকাশ করতে পারে Jio Phone 5G, JioBook ও Reliance Jio 5G

Reliance Industries-এর ৪৪ তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM) ২০২১ আজ অনুষ্ঠিত হতে চলেছে। অনেকের মনেই প্রশ্ন ঘোরাফেরা করছে যে, আজ কি RIL (Reliance Industries Limited) এই ইভেন্টে Jio Phone 5G এবং Reliance Jio 5G কে প্রকাশ্যে আনবে? এই প্রশ্নের উত্তর আর কিছুক্ষণের মধ্যেই পাওয়া যাবে। করোনাকালে ইভেন্টটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে, এবং লাইভ দেখারও সুযোগ পাওয়া যাবে। আশা করা হচ্ছে যে, এই ইভেন্টে সংস্থাটি দেশে 5G নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা সহ তার নেটওয়ার্ক পরিকাঠামো আপগ্রেড সম্পর্কিত ঘোষণা করতে পারে। এর পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এবং পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক টেকনোলোজি সাপোর্ট করবে, এমন একটি নতুন Jio Phone 5G লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন, আজকের এই ইভেন্ট থেকে কী কী প্রত্যাশা রয়েছে সেগুলির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Reliance Jio 5G রোলআউট

রিলায়েন্স জিও আজ তার ৪৪ তম AGM-এ দেশে ৫জি চালু করার পরিকল্পনার কথা ঘোষণা করতে পারে। সম্প্রতি জানা গেছে যে, সংস্থাটি তার ৫জি নেটওয়ার্ক টেকনোলজি উন্নত করার জন্য Intel-এর সাথে অংশীদারিত্ব করেছে। অন্যদিকে Jio মুম্বাইয়ে ৫জি টেস্টিংও শুরু করেছে, যা ইঙ্গিত দেয় যে অপারেটরটি mmWave এবং sub6 কানেক্টিভিটি উভয়ই ব্যবহার করতে পারে। Jio-র প্রতিদ্বন্দ্বী Airtel-ও সম্প্রতি গুরগাঁওয়ে তাদের ৫জি নেটওয়ার্ক টেস্ট করেছে এবং ১ জিবিপিএস স্পিড অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

Jio Phone 5G আত্মপ্রকাশ করতে পারে

ভারতীয়দের হাতে একটি সাশ্রয়ী মূল্যের অ্যান্ড্রয়েড স্মার্টফোন তুলে দেওয়ার জন্য Reliance Jio এবং Google অংশীদারিত্ব করেছে। গত বছর ৩৩,৭৩৭ কোটি টাকার বিনিময়ে Reliance Jio-র ৭.৭ শতাংশ শেয়ার কিনেছে Google। শোনা যাচ্ছে, সংস্থা দুটি সম্মিলিতভাবে ভারতীয়দের Jio Phone 5G উপহার দিতে চলেছে, যার ফলে অনেকেই ফিচার ফোন ছেড়ে এই সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনটিকে গ্রহণ করবে।

JioBook-এর সম্ভাব্য আগমন

জিও ফোন ৫জি ছাড়াও এই ইভেন্টে রিলায়েন্স একটি সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ জিওবুক লঞ্চ করতে পারে বলেও মনে করা হচ্ছে। ডিভাইসটি Android সাপোর্টেড হবে এবং এতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ (Qualcomm Snapdragon 665) প্রসেসর। এই ল্যাপটপের বেস ভ্যারিয়েন্টটি ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সহ আসতে পারে।

কীভাবে অনলাইনে ৪৪ তম Reliance AGM লাইভ দেখা যাবে?

৪৪ তম Reliance AGM আজ দুপুর ২ টো থেকে শুরু হয়েছে এবং সংস্থার YouTube চ্যানেলে অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন