সবচেয়ে সস্তা BS6 মডেলের বাইক খুঁজছেন? বাজার কাঁপাচ্ছে হোন্ডা ইউনিকর্ন

সম্প্রতি হোন্ডা মোটরসাইকেলস এন্ড স্কুটারস ইন্ডিয়া (HMSI) বেশ অনেকগুলি BS6 বাইক ও স্কুটার ভারতের বাজারে লঞ্চ করেছে। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ভারতে আর BS4 বাইক তৈরি বা বিক্রি করা চলবে না। তাই বর্তমানে BS6 বাইক বা স্কুটির চাহিদা তুঙ্গে। এমন অবস্থায় হোন্ডা তাদের BS6 মডেলগুলির দাম বৃদ্ধি করছে। কোম্পানির পক্ষ থেকে দাম বৃদ্ধির নির্দিষ্ট কোনো কারণ জানানো হইনি, তবে করোনা আবহে পর্যাপ্ত কাঁচামাল এবং শ্রমিকের অভাবের জন্যই দাম বাড়ানো হচ্ছেই বলে মনে করা হচ্ছে। কিন্তু এরপরেও যদি আপনি সস্তা BS6 বাইক খুঁজে থাকেন তাহলে এই পোস্টটি পড়ুন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হোন্ডা কোম্পানি Honda Unicorn নামক একটি বাইক লঞ্চ করে। বাইকটিতে BS6 ইঞ্জিন আপগ্রেড হওয়ার পর এর দাম প্রায় ১৩,০০০ টাকা বৃদ্ধি পায়। এই বাইকটি ১৬০সিসি ইঞ্জিনের বাইক। দাম বৃদ্ধির পরও এই বাইকটির দাম মাত্র ৯৪,৫৪৮ (এক্সশোরুম প্রাইস)। মূল্যবৃদ্ধির পরও ১৬০ সিসি সেগমেন্টে এই বাইকটিই এখনও সবচেয়ে সস্তা। আসুন বাইকটির স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক:

Honda Unicorn 160 BS6 মডেলটিতে ১৬২.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ৪ স্ট্রোক ইঞ্জিন আছে যা ফুয়েল ইনজেকশন এবং হোন্ডা ইকো টেকনোলজির (HET) সাথে এসেছে। বাইকটির ইঞ্জিন ১২.৭৩ বিএইচপি পাওয়ার ও ১৪ এনএম টর্ক উৎপন্ন করে। পুরনো মডেলে ১২.৮Nm টর্ক তৈরি হতো। আগের তুলনায় এতে ৮ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বৃদ্ধি পেয়েছে। এই বাইকটিতে টিউবলেস টায়ার থাকবে।

বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS এর ২৪০ মিমি ফ্রন্ট ডিস্ক এবং ১৩০ মিমি রিয়ার ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এতে টেলিস্কোপিক ফর্ক এবং মনোসক সাসপেনশন থাকবে। বাইকটিতে ১৩ লিটারের পেট্রোল ট্যাংক আছে এবং বাইকটি ৫৫ কিমি প্রতি লিটার মাইলেজ দেবে। এই বাইকটিতে ইঞ্জিন কিল স্যুইচ ও উপলব্ধ। এতে 3D হোন্ডা লোগোও ব্যাবহার করা হয়েছে।