Jio AirFiber পরিষেবা ভারতে লঞ্চ হল, মাত্র ৫৯৯ টাকা থেকে শুরু প্ল্যান, পাবেন 5G স্পিড

Jio AirFiber পরিষেবা নেওয়ার জন্য প্রথমেই আপনাদের জিও -এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এবার ৯৯ টাকা ফি প্রদান করে একটি লিড জেনারেট করতে বলা হবে

২০২২ সালে অনুষ্ঠিত Reliance AGM 2022 বার্ষিকী ইভেন্টে Jio AirFiber নামের একটি নতুন ইন্টারনেট পরিষেবার ঘোষণা করা হয়েছিল। এই ঘোষণার প্রায় এক বছর পর অর্থাৎ গত আগস্ট মাসে Reliance সংস্থার কর্ণধার তথা চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani), এই নতুন ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবাকে ১৯শে সেপ্টেম্বর অর্থাৎ গণেশ চতুর্থীর দিনে ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে বলে নিশ্চিত করেন। আর প্রতিশ্রুতি মতো আজ সংস্থাটি আপামর দেশবাসীর জন্য 5G নেটওয়ার্কের অ্যাক্সেস প্রদানকারী Jio AirFiber পরিষেবা রোলআউট করল। সর্বোপরি আজ থেকেই Jio AirFiber ডিভাইসের বুকিংয়ের কার্যক্রম Jio -এর অফিসিয়াল ওয়েবসাইটের (Jio.com) মাধ্যমে শুরু হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে ১ কোটিরও বেশি মানুষ Reliance Jio দ্বারা ভারতে লঞ্চ করা ‘ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস’ বা FWA ফাইবার পরিষেবা JioFiber ব্যবহার করছেন। সংস্থাটির বিশ্বাস, Jio AirFiber পরিষেবা লঞ্চের দরুন এই সংখ্যা বেড়ে ২০ কোটিরও গন্ডি ছাপিয়ে যাবে।

কীভাবে বুক করবেন জিও এয়ারফাইবার (How to Book Jio AirFiber)

জিও এয়ারফাইবার পরিষেবা নেওয়ার জন্য প্রথমেই আপনাদের জিও -এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এবার ৯৯ টাকা ফি প্রদান করে একটি লিড জেনারেট করতে বলা হবে। একবার লিড জেনারেশন এবং পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে, জিও টিম আপনাদের জিও এয়ারফাইবার সেটআপ ও বুক করার পরবর্তী ধাপগুলি সম্পর্কে গাইড করে দেবে।

জিও এয়ারফাইবার এর প্ল্যান এবং দাম (Jio AirFiber Plan and Price)

জিও এয়ারফাইবার ডিভাইসের দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে মনে করা হয়েছে, এর দাম ভারতে প্রায় ৬,০০০ টাকা রাখা হতে পারে। এই পরিষেবায় মোট দুটি রাইটার মডেল নিয়ে আসা হয়েছে, যথা – এয়ারফাইবার এবং এয়ারফাইবার ম্যাক্স। যার মধ্যে বেসিক প্ল্যানের অধীনে ১০০ Mbps পর্যন্ত ডেটা স্পিড অফার করবে জিও। আর ম্যাক্স প্ল্যানগুলি কিনলে ১ Gbps পর্যন্ত ইন্টারনেট স্পিডের সাথে নেট সার্ফিং বা কনটেন্ট দেখতে সক্ষম হবেন ইউজাররা। নীচের জিও এয়ারফাইবার পরিষেবার অধীনে উপলব্ধ প্রত্যেকটি প্ল্যান ও সেগুলির দাম দেওয়া হল।

Jio AirFiber ৫৯৯ টাকার প্ল্যান

  • দাম : ৫৯৯ টাকা + জিএসটি
  • স্পিড : ৩০ Mbps আনলিমিটেড ডেটা
  • বৈধতা : বিল সার্কেল পর্যন্ত
  • OTT অ্যাপ : Disney+Hotstar, SonyLIV, Zee5 সহ আরও ১১টি
  • নতুন গ্রাহকরা ৬ / ১২ মাসের বৈধতাসম্পন্ন প্ল্যানের মধ্যে বেছে নিতে পারবেন।

Jio AirFiber ৮৯৯ টাকার প্ল্যান

  • দাম : ৮৯৯ টাকা + জিএসটি
  • স্পিড : ১০০ Mbps আনলিমিটেড ডেটা
  • বৈধতা : বিল সার্কেল পর্যন্ত
  • OTT অ্যাপ : Disney+Hotstar, SonyLIV, Zee5 সহ আরও ১১টি
  • নতুন গ্রাহকদের ৬ / ১২ মাসের বৈধতাসম্পন্ন প্ল্যানের মধ্যে বেছে নিতে হবে।

Jio AirFiber Rs ১,১৯৯ টাকার প্ল্যান

  • দাম : ১,১৯৯ টাকা + জিএসটি
  • স্পিড : ১০০ Mbps আনলিমিটেড ডেটা
  • বৈধতা : বিল সার্কেল পর্যন্ত
  • OTT অ্যাপ : Netflix, Amazon Prime Video, Disney+Hotstar সহ আরও ১৩টি
  • নতুন গ্রাহকরা ৬ / ১২ মাসের বৈধতাসম্পন্ন প্ল্যানের মধ্যে বেছে পারবেন।

Jio AirFiber Max ১,৪৯৯ টাকার প্ল্যান

  • দাম : ১,৪৯৯ টাকা + জিএসটি
  • স্পিড : ৩০০ Mbps আনলিমিটেড ডেটা
  • বৈধতা : বিল সার্কেল পর্যন্ত
  • OTT অ্যাপ : Netflix, Amazon Prime Video, Disney+Hotstar সহ আরও ১৩টি
  • নতুন গ্রাহকদের ৬ / ১২ মাসের বৈধতাসম্পন্ন প্ল্যানের মধ্যে বেছে নিতে হবে।

Jio AirFiber Max ২,৪৯৯ টাকার প্ল্যান

  • দাম : ২,৪৯৯ টাকা + জিএসটি
  • স্পিড : ৫০০ Mbps আনলিমিটেড ডেটা
  • বৈধতা : বিল সার্কেল পর্যন্ত
  • OTT অ্যাপ : Netflix, Amazon Prime Video, Disney+Hotstar সহ আরও ১৩টি
  • নতুন গ্রাহকদের ৬ / ১২ মাসের বৈধতাসম্পন্ন প্ল্যানের মধ্যে বেছে নিতে হবে।

Jio AirFiber Max ৩,৯৯৯ টাকার প্ল্যান

  • দাম : ৩,৯৯৯ টাকা + জিএসটি
  • স্পিড : ১ Gbps আনলিমিটেড ডেটা
  • বৈধতা : বিল সার্কেল পর্যন্ত
  • OTT অ্যাপ : Netflix, Amazon Prime Video, Disney+Hotstar সহ আরও ১৩টি
  • নতুন গ্রাহকদের ৬ / ১২ মাসের বৈধতাসম্পন্ন প্ল্যানের মধ্যে বেছে নিতে হবে।

Jio AirFiber এর বিশেষত্ব:

জিও এয়ারফাইবার হল একটি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (FWA) ডিভাইস, যা হটস্পট ইন্টারনেট পরিষেবার মাধ্যমে 5G স্পিড প্রদানের প্রতিশ্রুতি দেয়। আরো সহজ করে বললে, জিও সংস্থার এই লেটেস্ট ইন্টারনেট পরিষেবাটি অপটিক্যাল ফাইবারের উপর নির্ভর না করে বরং বিদ্যমান 5G নেটওয়ার্ক এবং ওয়্যারলেস প্রযুক্তির ব্যবহার করে উচ্চ-গতির কানেক্টিভিটি প্রদান করতে সক্ষম। জিও এয়ারফাইবার ডিভাইস ওয়াই-ফাই ৬ স্ট্যান্ডার্ড অফার করে এবং একাধিক LAN পোর্টের সাথে এসেছে। এটি একটি প্লাগ-এন্ড-প্লে ডিভাইস, যেটিকে নিয়মিত রাউটার হিসেবে ব্যবহার করা যাবে।

আবার এটি কোনো কেবলের সাথে সংযুক্ত না থাকলে ওয়্যারলেস ডিভাইসে পরিণত হবে। ডিভাইসটি এসি প্লাগ পয়েন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ইনস্টল হওয়ার পর এটিকে জিও অ্যাপের মাধ্যমে সেট-আপ করা যাবে। এমনকি এই অ্যাপ ব্যবহার করে রাউটারের সেটিংসও কাস্টমাইজেশন করতে পারবেন ব্যবহারকারীরা। জিও এয়ারফাইবার একই ফ্লোরের মধ্যে ১০০ বর্গফুট এলাকা কভার করতে সক্ষম। এটি এয়ারটেল সংস্থার বিদ্যমান এক্সস্ট্রিম এয়ারফাইবার পরিষেবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।