Honor 60 Pro 5G আজ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, জেনে নিন অন্যান্য বিশেষত্ব

Honor আজ চীনের বাজারে লঞ্চ করতে চলেছে Honor 60 স্মার্টফোন সিরিজ। এই সিরিজের অধীনে আসতে পারে তিনটি ফোন -Honor 60, Honor 60 Pro 5G ও Honor 60 SE। বেশ কিছুদিন ধরেই Honor 60 সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসছিল। কোম্পানীর তরফ থেকে প্রথমেই এর একটি প্রমোশনাল পোস্টার প্রকাশ্যে আসে। এরপর মুক্তি পায় একটি বিজ্ঞাপনি টিজারও। তারপর গতকাল Geekbench বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হতে দেখা যায় এই স্মার্টফোনটিকে। কিন্তু Honor 60 Pro 5G মডেলটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যাচ্ছিল না। তবে যে জনৈক টিপস্টার Honor 60- এর স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছিলেন, তিনিই লঞ্চের ঠিক আগে Honor 60 Pro 5G- এর মুখ্য স্পেসিফিকেশনগুলিও ফাঁস করেছেন। এছাড়া তিনি Weibo (মাইক্রোব্লগিং সাইট)- তে কয়েকটি ছবিও পোস্ট করেছেন, যেগুলিকে তিনি Honor 60 এবং Honor 60 Pro 5G-র ছবি বলে দাবি করেছেন। জানা গেছে Honor 60 Pro ফোনটিতে থাকতে পারে Qualcomm Snapdragon 778G+, ১২ জিবি র‍্যাম ও ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ।

অন্যদিকে, 91Mobiles, টিপস্টার ঈশান আগরওয়ালের সহযোগিতায় একটি রিপোর্ট প্রকাশ করেছেন, যেখানে অনর ৬০ প্রো ৫জি স্মার্টফোনটির স্পেসিফিকেশনগুলি বিস্তারিত ভাবে জানা গেছে। এই রিপোর্ট অনুযায়ী, ব্রাইট ব্ল্যাক, স্টারি স্কাই ব্লু, জেড গ্রীন ও জুলিয়েট- এই চারটি রঙের বিকল্পে পাওয়া যাবে ফোনটি। আসুন জেনে নেওয়া যাক অনর ৬০ প্রো ৫জি সম্পর্কে কী কী তথ্য উঠে এল।

অনর ৬০ প্রো ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Honor 60 Pro 5G Expected Specifications)

ডুয়েল সিমের অনর ৬০ প্রো ৫জি স্মার্ট ফোনটিতে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি+ OLED পাঞ্চহোল ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৪২৯ পিপিআই। অনুমান করা হচ্ছে অনরের এই ফোনটিতে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি বা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ – প্রসেসর দুটির মধ্যে কোনও একটি। ফোনটি ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ আসতে পারে।

Honor 60 Pro 5G ফোনটির বাকপ্যানেলে Honor 60, বেস মডেলটির মতই থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। ক্যামেরাগুলি হল, এফ/১.৯ অ্যাপারচার লেন্স সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার লেন্স সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচার লেন্স সহ ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির সামনে দেওয়া হতে পারে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Honor 60 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক MagicUI 5.0 কাস্টম স্কিনে রান করবে। পাওয়ায় ব্যাকআপের জন্য এই ফোনে থাকতে পারে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Honor 60 Pro 5G মডেলটির কানেক্টিভিটি অপশনে সামিল থাকবে ৫জি, ব্লুটুথ ভি৫ ইত্যাদি।