এবার কোয়ালকম প্রসেসরের সাথে আসছে Realme C15 Qualcomm Edition

গত আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল Realme C15। এই ফোনের দাম ৯,৯৯৯ টাকা। ফোনটি অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসরের সাথে এসেছে। তবে এবার এই ফোনের নতুন ভ্যারিয়েন্ট বাজারে আসতে পারে। টিপ্সটার Mukul Sharma জানিয়েছেন, রিয়েলমি তাদের এই বাজেট ফোনকে কোয়ালকম প্রসেসর সহ লঞ্চ করবে। অর্থাৎ আমরা এবার Realme C15 Qualcomm Edition বাজারে দেখতে পাবো।

মুকুল শর্মার আগেই যদিও একটি সাক্ষাৎকারে রিয়েলমি ইন্ডিয়ায় সিইও, Madhav Sheth জানিয়েছিলেন, তারা ভবিষ্যতে Realme C11, Realme C12, এবং Realme C15 ফোনগুলির কোয়ালকম এডিশন আনতে পারে। জানিয়ে রাখি এই ফোনগুলি সবই মিডিয়াটেক প্রসেসর সহ বাজারে এসেছে। এরমধ্যে রিয়েলমি সি ১৫ ফোনটি সর্বপ্রথম কোয়ালকম প্রসেসর সহ লঞ্চ হবে।

টিপ্সটারের তথ্য অনুযায়ী, Realm C15 Qualcomm Edition দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসবে। এই দুই ভ্যারিয়েন্ট হল – ৩ জিবি + ৩২ জিবি এবং ৪ জিবি + ৬৪ জিবি। ফোনটি পাওয়ার ব্লু ও পাওয়ার সিলভার কালারে আসবে। যদিও ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন বা একে কবে লঞ্চ করা হবে তা জানা যায়নি।

Realme C15 স্পেসিফিকেশন

এই ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে আছে। এর ডিসপ্লের ডিজাইন মিনি ড্রোপ নচ, যার মধ্যে উপলব্ধ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৬,০০০ এমএএইচ ব্যাটারি পাবেন। সিকিউরিটির জন্য এই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই দেওয়া হয়েছে। রিয়েলমি সি১৫ ফোনটি অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসরের সাথে এসেছে। ফোনটির পিছনে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.২। এছাড়াও আছে ১১৯ ডিগ্রী ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল, ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর ও ২ মেগাপিক্সেল রেট্রো সেন্সর।