Xiaomi 12 কত দামে লঞ্চ হবে? লঞ্চের আগেই ফাঁস হল

শাওমির নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Xiaomi 12 আগামী ২৮ ডিসেম্বর চীনে লঞ্চ হবে বলে সংস্থার তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে এবং স্মার্টফোনগুলির টিজারও কোম্পানির অফিশিয়াল চ্যানেলগুলির মাধ্যমে প্রকাশ্যে আসতে শুরু করেছে। শাওমির আসন্ন স্মার্টফোন লাইনআপে Xiaomi 12 মডেলটির পাশাপাশি Xiaomi 12 Pro, Xiaomi 12X এবং Xiaomi 12 Ultra – এই মডেলগুলিও অন্তর্ভুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে। তবে লঞ্চের আগে এবার এক চীনা টিপস্টার Xiaomi 12 মডেলের দাম সহ সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তার দাবির উপর ভিত্তি করে বলা যায় হ্যান্ডসেটটির দাম শুরু হতে পারে ৪৩,৭০০ টাকা থেকে। Xiaomi 12 ফোনে দেখা যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট, ১২ জিবি র‍্যাম ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

শাওমি ১২- এর সম্ভাব্য দাম (Xiaomi 12 Expected Price)

টিপস্টারের দাবি অনুযায়ী, শাওমি ১২ ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ৩,৬৯৯ ইউয়ান (আনুমানিক ৪৩,৭০০ টাকা)। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আরও দুটি ভ্যারিয়েন্ট- ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে যথাক্রমে ৩,৯৯৯ ইউয়ান (আনুমানিক ৪৭,২০০ টাকা) ও ৪,৩৯৯ ইউয়ান (আনুমানিক ৫১,৯০০ টাকা)।

শাওমি ১২- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Xiaomi 12 Expected Specifications)

শাওমি ১২ ফোনে থাকতে পারে ৬.২৮ ইঞ্চির ফুল এইচডি+ (১,০৮০× ২,৪০০ পিক্সেল) ১০ বিট ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ডিসপ্লে এইচডিআর১০+ সার্টিফায়েড এবং ডলবি ভিশন সাপোর্ট করবে। এই নতুন ফোনের স্ক্রিনে সাপোর্ট করতে পারে ১৬,০০০ লেভেল স্ক্রিন ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট।

সংস্থার তরফে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে Xiaomi 12 ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ বাজারে পা রাখতে পারে।

ফটোগ্রাফির জন্য Xiaomi 12 ফোনে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট। এই ইউনিটে দেখা যেতে পারে- এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১২৩ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ৩× অপটিক্যাল জুম, ১০× হাইব্রিড জুম এবং ৩০× ডিজিট্যাল জুম সহ তৃতীয় আরও একটি সেন্সর। যদিও টিপস্টার এই ফোনের সেলফি ক্যামেরা প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ্যে আনেননি।

শাওমির এই ফ্ল্যাগশিপ ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের কানেক্টিভিটি অপশনে দেখা যেতে পারে ৫জি, এনএফসি, ওয়াইফাই ৬ ও ব্লুটুথ ভি৫.২। Xiaomi 12 ফোনে থাকতে পারে এক্স- অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং এর ওজন হতে পারে ১৮০ গ্রাম।