Royal Enfield বাজারে নতুন বাইক আনল, বিশেষত্ব জেনে নিন

Interceptor 650 এর Lightning ভ্যারিয়েন্ট লঞ্চ করার কথা ঘোষণা করলো রয়্যাল এনফিল্ড। এখন পাওয়া যাবে শুধু আন্তর্জাতিক বাজারে। ভারতীয় মুদ্রায় দাম শুরু হয়েছে ৬.৩৮ লাখ টাকা থেকে।

জনপ্রিয় ক্লাসিক বাইক নির্মাতা Royal Enfield তাদের বহু পরিচিত Interceptor 650 এর নতুন ভার্সন লঞ্চের কথা ঘোষণা করল। যার নামকরণ করা হয়েছে লাইটনিং ভ্যারিয়েন্ট। আপাতত শুধুমাত্র যুক্তরাজ্যের বাজারেই মিলবে এটি। আদতে বাইকটির স্ট্যান্ডার্ড ভার্সনের উপর আলাদা করে কিছু মডিফিকেশনের কাজ সম্পন্ন করে নয়া মডেলটি গড়ে তোলা হয়েছে। অতিরিক্ত অ্যাক্সেসরিগুলি সবই সংস্থার নিজস্ব কারখানায় প্রস্তুত। Interceptor 650 এর লাইটনিং ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় ৬.৩৮ লাখ টাকা থেকে শুরু হয়েছে।

Royal Enfield Interceptor 650 Lightning ভ্যারিয়েন্টে নতুন কী আছে

অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে যে, কী এই লাইটনিং ভ্যারিয়েন্ট? আসলে Interceptor 650 এর সাথে কিছু অতিরিক্ত অ্যাক্সেসরিজ যুক্ত করে স্ক্র্যাম্বলার লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে মাত্র। নতুন ধরনের টেক্সচার যুক্ত ট্যুরিং সিট, ট্যুরিং মিরর, একটি ছোট ফ্লাইস্ক্রীন এবং অ্যালুমিনিয়াম সাম্প গার্ড থাকছে এই সংস্করণে। এর পাশাপাশি বাইকে যুক্ত হয়েছে একটি ছোট ইঞ্জিন গার্ড এবং সিএনসি অয়েল ফিল্টার। উপরন্তু লং রাইডপ্রেমীদের জন্য রয়্যাল এনফিল্ড বাইকটির সঙ্গে অপশনাল হিসেবে একটি সফট পেনিয়ার ব্যাগ দেওয়ার ব্যবস্থা করেছে।

তবে Interceptor 650 এর প্রাণভোমরা অর্থাৎ ইঞ্জিন নিয়ে কোন ধরনের কাঁটাছেড়া করেনি সংস্থা। আগের মতই ৬৪৮ সিসির প্যারালাল টুইন এয়ার/ওয়েল কুল্ড ইঞ্জিন অপরিবর্তিত রয়েছে। এই ইঞ্জিনটি থেকে ৭১৫০ আরপিএম গতিতে ৪৭ বিএইচপি এবং ৫২৫০ আরপিএম গতিতে ৫২এনএম টর্ক উৎপন্ন হয়। সাথে রয়েছে সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম। এছাড়াও এতে স্লিপার ক্লাচ সংযুক্ত রয়েছে।

হার্ডওয়ারের প্রসঙ্গে বলতে গেলে ইন্টারসেপ্টর ৬৫০ এর এই লাইটনিং ভ্যারিয়েন্টের উভয়দিকেই ১৮ ইঞ্চির স্পোক হুইল, সামনের দিকে ১১০ মিমি লম্বা টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ৮৮ নিমি লম্বা স্প্রিং সাসপেনশন যুক্ত রয়েছে। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে সামনে ও পিছনে যথাক্রমে ৩২০ মিমি এবং ২৪০ মিমি ডিস্ক উপলব্ধ রয়েছে। রাইডারের সুরক্ষার্থে ডুয়েল চ্যানেল এবিএস সংযুক্ত রয়েছে এই বাইকে। সবশেষে মোটরসাইকেলটির তেল ধারণ ক্ষমতা ১৩.৭ লিটার।