Redmi K80: আসছে রেডমির নয়া ফ্ল্যাগশিপ ফোন, প্রসেসরের নাম শুনলে চমকে উঠবেন!

শাওমি (Xiaomi)-এর অন্যতম জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি তাদের হাই-পারফরম্যান্স বা গেমিং স্মার্টফোন K সিরিজের অধীনে বাজারে নিয়ে আসে। গত বছর নভেম্বরে ব্র্যান্ডটি তাদের Redmi K70 লাইনআপ লঞ্চ করেছিল। এর মধ্যেই উত্তরসূরি Redmi K80 সিরিজ নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। যদিও কোম্পানি এখনও কিছু বলেনি। তবে তার আগেই একটি রিপোর্ট থেকে Redmi K80 সিরিজ সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য সামনে এসেছে।

Redmi K80 লাইনআপে থাকতে পারে Qualcomm Snapdragon 8 সিরিজের নতুন প্রসেসর

আইটি হোম-এর রিপোর্ট অনুযায়ী, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন প্রকাশ করেছেন, রেডমি বর্তমানে কে-সিরিজের অধীনে দুটি নতুন মডেলের ওপর কাজ করছে – স্ট্যান্ডার্ড রেডমি কে৮০ এবং রেডমি কে৮০ প্রো। যদিও, নির্দিষ্টভাবে লঞ্চের তারিখ উল্লেখ করা হয়নি, তবে ২০২৪ সালের শেষের দিকে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। বা নতুন ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন প্রসেসর বাজারে আসার পর।

গত বছর রেডমি কে৭০-তে ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছিল। তাই মনে করা হচ্ছে যে, উন্নততর পারফরম্যান্সের জন্য শাওমি কে৮০ সিরিজটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ কিংবা আপকামিং স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ দ্বারাও চালিত হতে পারে।

এছাড়াও, রিপোর্ট থেকে জানা গেছে যে এই আসন্ন সিরিজের ফোনগুলির দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোম্পানি ফোকাস করছে। যা হল ব্যাটারি লাইফ এবং ডিজাইন। শোনা যাচ্ছে যে, কে৮০ সিরিজের ফোনগুলিতে “আল্ট্রা-লার্জ-ক্যাপাসিটি হাই-ডেনসিটি সিলিকন অ্যানোড ব্যাটারি” ব্যবহৃত হবে, যা রেডমি কে৭০-এর ৫,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারির তুলনায় আপগ্রেডের দিকে ইঙ্গিত করছে। রেডমি কে৮০ সিরিজ আগের বছরের কে৭০-এর ডিজাইন ধরে রাখবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে ২কে স্ক্রিন, মেটাল মিড ফ্রেম এবং গ্লাস বডি রয়েছে।

তবে এটা মনে রাখতে হবে যে, এই তথ্যগুলি আনুষ্ঠানিকভাবে এখনও স্বীকৃত নয়, তাই এগুলির যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে রেডমির ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। যদিও, ফাঁস হওয়া তথ্যগুলি Xiaomi K80 সিরিজ কি কি অফার করতে পারে তার একটি আভাস প্রদান করে, তবে স্পেসিফিকেশন, ফিচার এবং প্রকাশের তারিখ সম্পর্কিত অফিসিয়াল তথ্য ভিন্ন হতে পারে।