Samsung Galaxy A03 লঞ্চের আগেই অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত, থাকবে এই ফিচার

Wi-Fi Alliance সার্টিফিকেশন সাইটে কয়েকদিন আগেই Samsung Galaxy A03-কে স্পট করা হয়েছিল। স্মার্টফোনটি যে তাড়াতাড়িই লঞ্চ করা হবে, Wi-Fi Alliance-এর ছাড়পত্র পাওয়া তার অন্যতম ইঙ্গিত বলে মনে করা হয়েছিল। এবার খুব শীঘ্রই অফিসিয়াল লঞ্চের আভাস দিয়ে Galaxy A03-কে ভারত ও রাশিয়ায় স্যামসাংয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে।

স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ডিভাইসটির মডেল নম্বর SM-A032F/DS। অর্থাৎ এটি ডুয়েল সিমের (ডিএস) ফোন হবে৷ ল্যান্ডিং পেজটি থেকে Samsung Galaxy A03-এর মডেল নম্বর ব্যতীত অন্যান্য কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ফোনটি লঞ্চের খুব কাছে পৌঁছে গিয়েছে বলে ধরে নেওয়া যায়।

Samsung Galaxy A03 স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনে ইউনিসক এসসি৯৮৬৩এ মডেলের প্রসেসর দেওয়া হবে। ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ থাকবে এতে। অনবোর্ড স্টোরেজ বাড়িয়ে নেওয়ার জন্য মাইক্রোএসডি কার্ডের সুবিধা পাওয়া যাবে।

এফসিসি-র লিস্টিং অনুযায়ী, ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে স্যামসাং গ্যালাক্সি এ০৩। এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১১ সিস্টেমে।

এছাড়া ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ১৩ +২ +২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরার সাথে আসতে পারে বাজেট স্মার্টফোন Samsung Galaxy A03।