আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি ছাড়া ডাউনলোড হবে E-Aadhaar, কীভাবে করবেন জেনে নিন

বর্তমানে ভারতের সর্বত্র প্রযোজ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তথা পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের (Aadhaar Card) সাথে আমরা সকলেই পরিচিত। তবে ডিজিটাল ইন্ডিয়ার যুগে আধার কার্ড এখন আর কেবল একটি পরিচয়পত্র নয়। আজকের দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়া, ফোনের সিম কার্ড বা রেশন তোলা, কিংবা গ্যাস সিলিন্ডারে ভর্তুকি – সবেতেই লাগে এই গুরুত্বপূর্ণ নথি। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কর্তৃক জারি করা এই কার্ডে নাগরিকদের নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বরের মতো একাধিক ব্যক্তিগত বিবরণের পাশাপাশি বায়োমেট্রিক তথ্যাদিও মজুত থাকে। বয়স ১ হোক বা ৮০, প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে এই কার্ডটি থাকা একান্ত আবশ্যক।

আমরা সকলেই জানি যে, প্রতিটি আধার কার্ডে ১২ সংখ্যার একটি আধার নম্বর বা ইউআইডি (UID)-এর উল্লেখ থাকে। আপনি যদি কখনও আপনার স্মার্টফোনে ই-আধার (e-Aadhaar) ডাউনলোড করতে চান, তবে সেক্ষেত্রে এই নম্বরটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ই-আধার ডাউনলোড করার আর-একটি উপায় হল এনরোলমেন্ট আইডি (EID) ব্যবহার করা, যা এনরোলমেন্ট প্রসেস চলাকালীন প্রদত্ত ২৮ সংখ্যার একটি কোড। কিন্তু যদি আপনার এই দুটির কোনোটিই মনে না থাকে কিংবা হারিয়ে ফেলেন, তাহলে তখন কীভাবে আধার কার্ডটি ডাউনলোড করবেন?

কি, খুব ভাবনায় পড়ে গেলেন নাকি? না না, বেশি চিন্তার দরকার নেই। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হল, আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট আইডিটি আবার পুনরুদ্ধার করা। এই কাজটি কীভাবে করবেন, সেটাই আমরা এই প্রতিবেদনে জানাতে চলেছি। বলে রাখি, এর জন্য আপনার আধার কার্ডে উল্লিখিত পুরো নাম এবং একটি রেজিস্টার্ড ফোন নম্বরের প্রয়োজন হবে, যাতে UID এবং EID পাওয়ার জন্য প্রয়োজনীয় OTP-টি আসবে। তাহলে চলুন, প্রক্রিয়াটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনীয় স্টেপসমূহ

১. আপনার স্মার্টফোন বা পিসি-তে ‘https://uidai.gov.in/’ সাইটটি ওপেন করুন।

২. নীচে স্ক্রোল করুন এবং ‘গেট আধার’ অপশনে ক্লিক করুন।

৩. এখন, ‘রিট্রিভ ইআইডি/ইউআইডি’ লিঙ্কে ক্লিক করুন।

৪. পরবর্তী পেজে আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি সিলেক্ট করুন।

৫. আধার কার্ড অনুযায়ী পুরো নাম, আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড এন্টার করুন।

৬. ওটিপি সাবমিট করুন।

এরপরে আপনি আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি পাবেন। এখন, আপনি ই-আধার ডাউনলোড করার জন্য আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি ব্যবহার করতে পারেন।

কীভাবে E-Aadhaar ডাউনলোড করবেন

১. UIDAI ওয়েবসাইটের হোমপেজে ফিরে যান এবং ডাউনলোড আধার লিঙ্কে ক্লিক করুন।

২. যদি আপনার কাছে পুনরুদ্ধার করা আধার নম্বরটি থাকে, তবে আধার নাম্বার অপশনটি সিলেক্ট করুন। কিংবা আপনার কাছে ইআইডি থাকলে এনরোলমেন্ট আইডি সিলেক্ট করে সেটি যথাযথভাবে এন্টার করুন।

৩. এখন ক্যাপচা এন্টার করার পর সেন্ড ওটিপি-তে ক্লিক করুন।

৪. ই-আধার ডাউনলোড করার জন্য প্রাপ্ত ওটিপিটি এন্টার করুন।

এক্ষেত্রে মনে রাখতে হবে যে, ডাউনলোড করা ই-আধারটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে। পাসওয়ার্ডটি হল, ক্রমান্বয়ে বড়ো হাতে লেখা আপনার নামের প্রথম চারটি অক্ষর, এবং YYYY বিন্যাসে লেখা আপনার জন্মসাল। উদাহরণস্বরূপ, যদি আপনার নাম Techgup হয় এবং আপনি ২০১৮ সালে জন্মগ্রহণ করেন, তবে আপনার পাসওয়ার্ডটি হবে TECH2018।