হুঁশিয়ার! ফোনের স্টোরেজ স্পেস খালি করতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে Play Store-এর এই অ্যাপ

ইদানিংকালে প্রায়শই Google Play Store (গুগল প্লে স্টোর)-এ ম্যালিশিয়াস অ্যাপের অস্তিত্বের খবর শোনা যায়। তবে সংস্থাটি কিন্তু ইউজারদের সুরক্ষিত রাখতে সদা তৎপর, তাই যখনই এই ধরনের কোনো অ্যাপের অস্তিত্বের খবর সামনে আসে Google তৎক্ষণাৎ সেগুলিকে Play Store থেকে সরিয়ে ফেলে। এদিকে সিকিউরিটি রিসার্চাররাও ম্যালিশিয়াস অ্যাপের সন্ধানে অহরহ পরিশ্রম করে চলেছেন এবং খোঁজ পেলেই সেগুলির সম্পর্কে তৎক্ষণাৎ Google-কে অবহিত করছেন। সেক্ষেত্রে সম্প্রতি ফের Play Store-এ একটি ক্ষতিকারক অ্যাপের সন্ধান মিলল।

Xenomorph (জেনোমোর্ফ) নামক এই নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যারটিকে একটি ব্যাংকিং ট্রোজান হিসেবে অভিহিত করা হয়েছে। এমনিতে Xenomorph একটি ক্লিনার অ্যাপ্লিকেশন, যা ফোনের স্টোরেজ স্পেস খালি করতে ইউজারদের বিশেষভাবে সাহায্য করে। আর বর্তমানে স্মার্টফোনের চরম ব্যবহারের দরুন বিভিন্ন মিডিয়া, ফাইলের সুবাদে ধীরে ধীরে ফোনের স্টোরেজ স্পেস ব্যাপক হারে দখল হতে থাকে। ফলে অধিকাংশ ইউজারদেরই এই ধরনের অ্যাপগুলি ব্যবহারের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনিও যদি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে থাকেন, তবে এটিকে ফোন থেকে অবিলম্বে ডিলিট করে ফেলুন, অন্যথায় এটি আপনার অনলাইন ব্যাংকিং সিস্টেম ট্র্যাক করে অচিরেই আপনার অজান্তে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে পারে।

ব্যাংকিং জালিয়াতির জন্য দায়ী Xenomorph ম্যালওয়্যার

বলে রাখি, Threat Fabric সংস্থা ইউরোপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে ব্যাকিং ট্রোজান জেনোমোর্ফের উপস্থিতি সর্বপ্রথম লক্ষ্য করেছে। তাদের মতে এটি একটি বিপজ্জনক অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার, যা মূলত ব্যাংকিং জালিয়াতির জন্য দায়ী। এই ম্যালওয়্যার অত্যন্ত সুনিপুণ কায়দায় ব্যবহারকারীদের ডেটা চুরি করে, যার মধ্যে অনলাইন ব্যাংকিং অ্যাপের লগ-ইন প্রমাণপত্রাদিও অন্তর্ভুক্ত রয়েছে।

এক্ষেত্রে একবার ইউজারদের স্মার্টফোনে জেনোমোর্ফ ইনস্টল হয়ে গেলে, এটি তাদের ফোন এবং মনিটরের প্রতিটি গতিবিধিকে ট্র্যাক করে। ফলে যখন ইউজাররা অনলাইন লেনদেনের জন্য অ্যাপ বা ওয়েবসাইটটি ওপেন করে, তখন এটি তাদের লেনদেনের একটি জাল ইন্টারফেস তৈরি করে এবং তারপরে খুব স্বাভাবিকভাবেই ব্যবহারকারীরা ব্যাংক জালিয়াতির শিকার হন। Threat Fabric-এর রিপোর্ট অনুযায়ী, ক্রিপ্টো ওয়ালেট এবং ইমেল অ্যাপ্লিকেশনগুলির একটি জাল ইউজার ইন্টারফেস তৈরি করে স্পেন, পর্তুগাল, ইতালি এবং বেলজিয়ামের একাধিক ইউজারকে প্রতারণার জালে ফাঁসিয়েছে জেনোমোর্ফ।

জানা গেছে যে, জেনোমোর্ফ অ্যাপটি ইতিমধ্যেই ৫০ লাখ ডাউনলোডের মাত্রা ছাড়িয়েছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, আপনি যদি এই ফাস্ট ক্লিনার অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে থাকেন, তাহলে তা অবিলম্বে ডিলিট করে দিন। তা না হলে আপনি নিজের অজান্তেই ব্যাংক জালিয়াতির শিকার হয়ে বড়ো রকমের ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে যথাযথ সতর্কতা অবলম্বন করুন এবং অ্যাপটি সম্পর্কে বিশদে জেনে নিয়ে তবেই ডাউনলোডের সিদ্ধান্ত নিন।