100W ফাস্ট চার্জিং, সঙ্গে 5180mah ব্যাটারি, লঞ্চের আগে Xiaomi 14 Ultra-র আরও তথ্য ফাঁস

ফ্ল্যাগশিপ Xiaomi 14 সিরিজ চীনে গত বছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল। তারপর থেকেই গ্লোবাল রিলিজ নিয়ে জল্পনা চলছিল। তবে সমস্ত অপেক্ষার অবসান করে শাওমি সম্প্রতি জানিয়েছে, Xiaomi 14 সিরিজ গ্লোবাল মার্কেটে আগামী ২৫ ফেব্রুয়ারি লঞ্চ হবে। Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra নামে দুটি মডেল বিশ্ববাজারে আসবে বলে আশা করা হচ্ছে। চীনে লঞ্চ হওয়া Xiaomi 14 Pro মডেলটি বাইরে আসবে না বলেই রিপোর্টে দাবি করা হয়েছে। এবার Xiaomi 14 Ultra ফোনটির ব্যাটারি কতটা শক্তিশালী হবে, সেই তথ্যও প্রকাশ্যে চলে এসেছে।

Xiaomi 14 Ultra-এর ব্যাটারি স্পেসিফিকেশন

বিশ্ববাজারে শাওমি তাদের লেটেস্ট নম্বর সিরিজের হ্যান্ডসেটগুলি উন্মোচন করার জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে৷ তার আগে, সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট)-তে শাওমি ১৪ আল্ট্রা সম্পর্কিত কিছু নতুন তথ্য শেয়ার করেছেন। এই প্রিমিয়াম গ্রেডের হ্যান্ডসেটটি ৫,১৮০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে দাবি করা হয়েছে। এটি সম্ভবত রেটেড ভ্যালু, তাই এর টিপিক্যাল ভ্যালু সম্ভবত ৫,৩০০ এমএএইচ-এর কাছাকাছি থাকতে পারে।

আগের একটি রিপোর্টে দাবি বলা হয়েছে, ডিভাইসটি ৮০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং অফার করবে। শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো-এর মতোই, শাওমি ১৫ আল্ট্রা-ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ১৬ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। শাওমি ১৪ আল্ট্রা হবে সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল, যা ইউজারদের সেরা ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করবে বলে দাবি করা হচ্ছে।

শোনা যাচ্ছে, Xiaomi 14 Ultra-এ ৫০ মেগাপিক্সেলের Sony LYT900 প্রাইমারি ক্যামেরা থাকবে এবং ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। সম্প্রতি, ডিভাইসটি টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) এবং আইএমডিএ (IMDA)-এর মতো সার্টিফিকেশন সাইটে হাজির হয়ে খুব তাড়াতাড়িই লঞ্চের ইঙ্গিত দিয়েছে।