2020-এর তুলনায় গত বছর ভারতের এই শহরে গাড়ি বিক্রি 14% বৃদ্ধি পেল, অর্থনীতির উন্নতির ইঙ্গিত?

মহারাষ্ট্রের নাসিকে ২০২০-র তুলনায় গত বছর (২০২১) নতুন গাড়ির বিক্রি বৃদ্ধি পেয়েছে। এই কথা জানিয়েছে নাসিকের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (RTO)। তাদের কথানুযায়ী ২০২০-র তুলনায় ২০২১-এ নতুন গাড়ির বিক্রি ১৪ শতাংশ বেড়েছে। ২০২০ থেকে শুরু হওয়া করোনা অতিমারির পর এই প্রথম নাসিকে যানবাহনের বিক্রি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন এক উচ্চপদস্থ আরটিও কর্মকর্তা।

আরটিও কর্তা প্রদীপ শিন্ডে (Pradeep Shinde) বলেছেন, “২০২০-তে ৭২,৯০৩টি গাড়ি নিবন্ধিত হলেও ২০২১-এ সেই পরিমাণটি বেড়ে দাঁড়ায় ৮৩,২৫৩-তে। অর্থাৎ ১৪ শতাংশের বেশি বিক্রি বেড়েছে।” গত বছর নিবন্ধিত হওয়া ৬৯,৫০১ টি যানবাহনের মধ্যে দুই ও চার চাকার গাড়ির সংখ্যাটি হল যথাক্রমে ৫৫,৩০০ ও ১৪,২০১।

আরটিও সূত্রে খবর, ২০২০-তে দুই ও চার চাকার গাড়ি বিক্রি হয়েছিল মোট ৬২,০৩২ ইউনিট। যার মধ্যে ১১,৩৩৫ টি হল গাড়ি এবং বাইক, স্কুটার ও মোপেড মিলিয়ে ৫০,৬৯৭ টি। আসলে ২০২০-তে করোনা অতিমারির কারণে অর্থনীতিতে ঝিমুনি এসেছিল। যার রেশ ক্রমশ কাটতেই যানবাহনের বিক্রিতে এই আধিক্য লক্ষ্য করা গেছে।

এমনকি করোনার প্রভাবে নাসিকে যানবাহনের নিবন্ধীকরণের সংখ্যাটিও উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে দেখা গিয়েছিল। শুনলে অবাক হতে হয়, ২০১৯-এর প্রথম তিনটি ত্রৈমাসিকেই (এপ্রিল-ডিসেম্বর) যানবাহন নিবন্ধীকরণ হয়েছিল ৭১,৫৮৭। যেখানে ২০২০-তে এই সংখ্যাটি কমে দাঁড়ায় ৪৩,৯৩০-এ, যা ৩৮ শতাংশেরও অধিক পতন।