চমকদার ডিজাইন সহ 50 মেগাপিক্সেল ক্যামেরার সস্তা ফোন Infinix Smart 8 Pro লঞ্চ হল, রয়েছে 5000mAh ব্যাটারি

ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো টিম্বার ব্ল্যাক, গ্যালাক্সি হোয়াইট, শাইনি গোল্ড এবং রেইনবো ব্লু কালার সহ এসেছে

সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের জন্য জনপ্রিয়, Infinix আজ ভারতে Smart 8 লাইনআপের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনের নাম Infinix Smart 8 Pro। নতুন ডিভাইসটির বিক্রি কবে থেকে শুরু হবে সে সম্পর্কে এই মুহূর্তে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে স্পেসিফিকেশন এবং ফিচার ইতিমধ্যেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক Infinix Smart 8 Pro ফোনটির দাম সহ বিভিন্ন তথ্য।

Infinix Smart 8 Pro এর বৈশিষ্ট্য

ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো ফোনে ৬.৬-ইঞ্চি পাঞ্চ-হোল এলসিডি প্যানেল উপস্থিত, যা ৭২০x১৬১২ পিক্সেল এইচডি প্লাস রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। সুরক্ষার জন্য, এতে ফেস আনলক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ কাস্টম স্কিনে চলে।

ইনফিনিক্স স্মার্ট ৮ প্রোতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট। এটি ৪ জিবি/৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। এই ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং চার্জিংয়ের জন্য একটি ইউএসবি-সি পোর্ট উপলব্ধ। ডিভাইসটি 10W চার্জিং সাপোর্ট রয়েছে।

ক্যামেরার কথা বললে, সেলফি এবং ভিডিও কলের জন্য Infinix Smart 8 Pro ফোনে ৮-মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে আছে কোয়াড-এলইডি রিং ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর। ফোনটির পরিমাপ ১৬৩.৬x৭৫.৬x৮.৫ মিলিমিটার এবং ওজন ১৮৯ গ্রাম।

Infinix Smart 8 Pro ফোনের দাম ও প্রাপ্যতা

ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো টিম্বার ব্ল্যাক, গ্যালাক্সি হোয়াইট, শাইনি গোল্ড এবং রেইনবো ব্লু কালার সহ এসেছে। এই মুহূর্তে কোম্পানি এর দাম প্রকাশ করেনি, তবে স্পেসিফিকেশন দেখে অনুমান করা যায় ফোনটির দাম ১০০ ডলারের কম (প্রায় ৮,৩১০ টাকা) হতে পারে।