Jio -র দুর্দান্ত প্ল্যান, মাত্র ১ টাকা বেশি খরচে ৩৬৫ দিন আনলিমিটেড কল ও এসএমএস

মূল্যবৃদ্ধির এই জমানায় দেশলাই, লজেন্স ইত্যাদি নির্দিষ্ট কিছু জিনিস ছাড়া ষোলো আনায় (এক টাকায়) তেমন কিছু পাওয়া যায়না। ‘এক টাকা দিয়ে ফোন করুন যেখানে খুশি’ – পাবলিক বুথের এই সুবিধাও গেছে কবেই। তবে আপনি যদি Reliance Jio-র গ্রাহক হন, তাহলে কিন্তু আপনি বর্তমানে মাত্র এক টাকা খরচ করেই অনেক সুবিধা উপভোগ করতে পারেন। হ্যাঁ ঠিকই বলছি! আসলে বছর ছয়েক আগে সস্তা পরিষেবা প্রদানকারী হিসেবে বাজারে উপস্থিত হলেও, এখন Jio-র রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকটাই বেশি। তবে এই সংস্থার রিচার্জ পোর্টফোলিওতে অন্যান্য টেলকোর তুলনায় অনেক আকর্ষণীয় বিকল্পও রয়েছে। যেমন Jio, বেশ কিছু ডেটা অ্যাড অন প্ল্যান অফার করে যা সারা বছর কাজ করে। যদিও এই দীর্ঘমেয়াদী ডেটা অ্যাড-অন প্যাকগুলি তুলনামূলকভাবে ব্যয়বহুল, কিন্তু যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এগুলি ব্যাপকভাবে কাজে আসবে। আবার সংস্থার সবচেয়ে দামি ডেটা অ্যাড অন প্ল্যানের থেকে এক টাকা বেশি খরচ করে যদি কেউ রিচার্জ করেন, তাহলে তিনি প্রচুর বেনিফিট পাবেন। আসুন এই বিষয়ে বিশদে জেনে নিই।

১৫ টাকা থেকে শুরু করে ২,৯৯৮ টাকার ডেটা অ্যাড অন প্ল্যান অফার করে Jio

জিওর প্ল্যান পোর্টফোলিওতে ডেটা অ্যাড-অন রিচার্জ অপশনের দাম শুরু হচ্ছে ১৫ টাকা থেকে। এর মধ্যে কোম্পানি পুরো এক বছরের (৩৬৫ দিনের) বৈধতার জন্য দুটি ডেটা ভাউচার অফার করে, যাদের দাম ২,৮৭৮ টাকা এবং ২,৯৯৮ টাকা; দ্বিতীয় প্ল্যানটি এই ক্যাটেগরিতে সবচেয়ে বেশি দামী। সেক্ষেত্রে এই প্ল্যানটি যারা রিচার্জ করতে চান, ঠিক তাদেরই আমরা বলব যে আর মাত্র এক টাকা বেশি দিয়ে মানে ২,৯৯৯ টাকার রিচার্জ করে আপনারা কত বেশি সুবিধা পেতে পারেন।

Jio-র ২,৯৯৮ টাকার ডেটা ভাউচারের সুবিধা

২,৯৯৮ টাকার ডেটা ভাউচারে জিও গ্রাহকরা ৩৬৫ দিনের ভ্যালিডিটিতে প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পান। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করলে মোট ৯১২ জিবি ডেটা পাওয়া যাবে। কিন্তু মুশকিল হচ্ছে যে, এই প্ল্যানে ভয়েস কলিং বা এসএমএস সুবিধা পাওয়া যাবেনা।

Jio-র ২,৯৯৯ টাকার ডেটা ভাউচারের সুবিধা

সেক্ষেত্রে আগ্রহীরা যদি সংস্থার ২,৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করেন, তাহলে এটিতেও ৩৬৫ দিনের বৈধতা পাবেন। একইসাথে এই প্ল্যানটিও রোজ ২.৫ জিবি ডেটা অফার করবে। তবে এর সুবিধা হল যে উল্লিখিত সমস্ত সুবিধার সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি এসএমএস উপভোগ করা যাবে। এছাড়া এতে কিছু জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও মিলবে।