Asus Zenfone 8 Mini এবার বাজার কাঁপাবে? আসছে ১৬ জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর সহ

Asus ZenFone সিরিজের লেটেস্ট ফোন হিসেবে ZenFone 7 ও ZenFone 7 Pro গতবছরের সেপ্টেম্বরে আমরা লঞ্চ হতে দেখেছি। ZenFone সিরিজের নতুন ফোন কবে আসবে তা নিয়ে Asus প্রেমীদের মনেও উঁকি দিচ্ছিল নানা প্রশ্নচিহ্ন।‌ তবে এখন কিছুটা নিশ্চিত হয়েই বলা যায় যে, ZenFone 7 এর সাকসেসর সিরিজ Asus Zenfone 8 বাজারে পা রাখতে খুব একটা বেশি সময় নেবে না। আসলে Asus ZenFone 8 Mini স্মার্টফোনটি সম্প্রতি TÜV SÜD সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছিল।‌ এখন এই ফোনটি আবার বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চে লিস্টেড হয়েছে। সুতরাং ধরে নেওয়া যায়, জেনফোন ৮ মিনি-এর অফিসিয়াল ঘোষণা করার করা আগেই আসুস ফোনটির পারফরম্যান্স অভ্যন্তরীণ ভাবে পরখ করে নিচ্ছে।

রিপোর্ট থেকে পূর্বে জানা গিয়েছিল যে, আসুস জেনফোন ৮ মিনি স্মার্টফোনের মডেল নম্বর হবে Asus_I006D/Asus_ZS590KS। গিকবেঞ্চ ৫-এ Asus_I006D মডেল নম্বর সহ জেনফোন ৮ মিনি স্মার্টফোনটি দেখা গিয়েছে। লিস্টিংয়ে ফোনের চিপসেটের কোড নাম ‘lahaina’ লেখা হয়েছে। এর বেস ফ্রিকোয়েন্সি আবার ১.৮০ হার্টজ। যেটি ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহারের দিকেই ইঙ্গিত দিচ্ছে। আবার এতে ১৬ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে। সিঙ্গেল কোর টেস্টে জেনফোন ৮ মিনি-এর স্কোর ১১২১ পয়েন্ট ও মাল্টি স্কোর টেস্টে ৩৬৬২ পয়েন্ট।

Asus Zenfone 8 Mini : স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুসারে আসুস জেনফোন ৮ মিনি ৫.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে সহ আসবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর এবং একটি নতুন Sony IMX663 লেন্স থাকতে পারে। রিয়ার ক্যামেরার সংখ্যা অবশ্য জানা যায়নি।আবার ফোনে Cirrus CS3SL45 অ্যাম্পলিফায়ার থাকতে পারে। ব্যাটারি ক্যাপাসিটি এখনও অজানা। তবে TÜV SÜD সার্টিফিকেশন, আসুস জেনফোন ৮ মিনি তে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে ইঙ্গিত দিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন