Redmi K50 Pro+ আসছে Snapdragon 898 প্রসেসর ও 108MP ক্যামেরার সাথে, লঞ্চ কবে জানুন

ফ্ল্যাগশিপ ফিচারের সাথে আসার জন্য চাইনিজ মার্কেটে Redmi K সিরিজের প্রিমিয়াম স্মার্টফোনগুলি অত্যন্ত জনপ্রিয়। আবার বিশ্ববাজারেও Redmi K সিরিজের রিব্র্যান্ডিং ভার্সন হিসেবে স্মার্টফোন লঞ্চ হয়ে থাকে। Redmi-র ফ্ল্যাগশিপ ফোন হিসেবে চীনে কয়েক মাস আগে Redmi K40 সিরিজের আত্মপ্রকাশ ঘটেছিল। তবে রিপোর্ট বলছে, Redmi K40-এর সাক্সেসর হিসেবে Redmi K50 সিরিজের উপর কাজ করছে শাওমির সাব ব্র্যান্ডটি। এই সিরিজে আসতে পারে তিনটি হ্যান্ডসেট – Redmi K50, Redmi K50 Pro, ও Redmi K50 Pro+৷ আবার একজন চাইনিজ টিপস্টার এখন সবচেয়ে অ্যাডভান্সড Pro+ ভ্যারিয়েন্টের কয়েকটি মূল ফিচার প্রকাশ্যে এনেছেন।

Redmi K50 Pro+: ডিসপ্লে

সেই টিপস্টারের মতে, Redmi K50 Pro+ এর স্ক্রিনের মাঝখানে পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। ডিসপ্লেতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্ক্রিনের মধ্যে ইন্টিগ্রেট করা থাকবে। এ বছরের K40 Pro+ এর মতো আপকামিং Redmi K50 Pro+ স্মার্টফোন ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

Redmi K50 Pro+: পারফরম্যান্স

রেডমি কে৫০ প্রো প্লাস কোয়ালকমের পরবর্তী ফ্ল্যাগশিপ প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮৯৮-এর সাথে আসতে পারে। সে ক্ষেত্রে এই সিরিজের বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ রেডমি কে৫০-তে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দেওয়া হতে পারে। ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে” আগের রিপোর্টের উপর ভিত্তি করে বলা যায়, রেডমি কে৫০ প্রো প্লাস এর ব্যাটারি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi K50 Pro+: ক্যামেরা

রেডমি কে৫০ প্রো প্লাস ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এর প্রাইমারি ক্যামেরা হিসেবে দেওয়া হতে পারে ১০৮ মেগাপিক্সেলের সেন্সর। এছাড়া একটি পেরিস্কোপ জুম লেন্স থাকতে পারে বলেও শোনা যাচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন