Honda দক্ষ কর্মীর অভাব মেটাতে শিক্ষার্থীদের প্রশিক্ষণের উদ্যোগ নিল, উত্তীর্ণদের ডিলারশিপে চাকরির ব্যবস্থা

কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া মিশন (Skill India Mission)-এর ডাকে সাড়া দিল দুই চাকার গাড়ি নির্মাতা হন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)৷ সংস্থাটি কোটার গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিই (ITI, Kota)-এর সাথে যৌথভাবে Honda রাজস্থানে তাঁদের দ্বিতীয় দক্ষতা বৃদ্ধি কেন্দ্র বা Skill Enhancement Centre তৈরি করেছে। সম্প্রতি এটির উদ্বোধন করা হয়েছে। যার মুখ্য উদ্দেশ্য দেশের যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলা।

আইটিআই প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশ্বিনী কাউল (চেয়ারম্যান, আইএমআই, গভর্নমেন্ট আইটিআই, কোটা এবং ডিসিএম শ্রীরাম ফার্টিলাইজার এন্ড কেমিক্যালসের সহ-সভাপতি), অশোক কুমার শর্মা (ডেপুটি ডিরেক্টর), রাহুল শরণ (সিনিয়র ম্যানেজার, স্কিল এনহান্সমেন্ট, সিএস টেকনোলজি, কাস্টমার রিলেশন, এইচএমএসআই) ছাড়াও সংস্থার একাধিক কর্মকর্তারা।

এই উদ্বোধনী প্রসঙ্গে হন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (গ্রাহক পরিষেবা) প্রদীপ পান্ডে বলেছেন, “স্থানীয় যুবক-যুবতীদের কর্মক্ষম করে তোলার প্রতিশ্রুতি আমরা পূরণ করতে পেরেছি। দেশের যুব সম্প্রদায়কে শক্তিশালী করে তুলতে ‘স্কিল ইন্ডিয়া মিশন’কে আমরা অতি সক্রিয়ভাবে সমর্থন করি। দেশে ‘বিএস৬ নির্গমন নীতি’ কার্যকর হওয়ার পর থেকে অটোমোবাইল ক্ষেত্রগুলিতে প্রযুক্তিগতভাবে দক্ষ কর্মীর চাহিদা বেড়েছে। কোভিড-১৯-এর বিধি-নিষেধ জারি থাকায় শিক্ষার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ নিতে পারছিলেন না। রাজস্থানের কোটাতে হন্ডার দ্বিতীয় দক্ষতা বৃদ্ধি কেন্দ্রে অতিমারির সমস্ত রকম বিধি-নিষেধ পালন করেই ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী দিনে আমরা এরকম আরও কেন্দ্রের উদ্বোধন করব।”

প্রসঙ্গত হন্ডার কোটার আইটিআই কেন্দ্রটি হল একটি সম্পূর্ণ কার্যকরী কর্মশালা, যেখানে টু-হুইলার এবং পরিষেবা পরিকাঠামোর হাতেনাতে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি দু’চাকার গাড়ির রক্ষণাবেক্ষণ এবং সারাইয়ের কাজও শেখানো হয়। এমনকি প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণদের HMSI-এর ডিলারশিপগুলিতে কাজের সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।