পুজোয় কোন স্কুটারে বেশি ভাল লাগবে আপনাকে? গতকাল লঞ্চ হওয়া TVS Jupiter Classic নাকি Honda Activa Premium

গতকালই ভারতে TVS Jupiter-এর ৫০ লক্ষ বিক্রির মাইলস্টোন স্পর্শ উদযাপন করতে Celebratory Edition-এ লঞ্চ হয়েছে স্কুটারটির Classic ভার্সন। ডিজাইনে আপডেট ও নতুন ফিচার সহ এসেছে এটি। এর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে Honda Activa। সম্প্রতি স্কুটারটির Premium Edition বাজারে হাজির হয়েছে। এখন উৎসবের এই মরসুমে কোন স্কুটারটি কিনলে সবদিক থেকে পড়তায় পোষাবে, সে নিয়ে দেখা দিয়েছে সমস্যা। কিছুতেই আর মনস্থির করা যাচ্ছে না। এমন অবস্থা যদি আপনারও হয়, তবে মুশকিল আসান করতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

TVS Jupiter Classic vs Honda Activa Premium ফিচার্স

দুটি স্কুটারের ফিচারের তালিকাই বেশ লম্বা চওড়া। যেমন Jupiter Classic-এ রয়েছে সুয়েড লেদারেট সিট এবং ব্যাকরেস্ট, ডিস্ক ব্রেক, ইঞ্জিন কিল সুইচ, অল ইন ওয়ান লক এবং ইউএসবি চার্জার। এদিকে এর জাপানি প্রতিপক্ষ মডেলে উপস্থিত স্যাডেল ব্রাউন সিট, গোল্ডেন কালার্ড হুইল এবং পেছনে ৩-স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন। তবে Activa Premium-এ ডিস্ক ব্রেক, ইঞ্জিন কিল সুইচ সহ আরও বেশ কয়েকটি ফিচার অনুপস্থিত।

TVS Jupiter Classic vs Honda Activa Premium স্পেসিফিকেশন

উভয় মডেলেই আছে একটি ১১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এদিকে Activa Premium একটি ১০৯.৫১ সিসি ফ্যান কুল্ড, ৪ স্ট্রোক, SI ইঞ্জিনে ছোটে, যা থেকে ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৭.৬৮ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ৮.৮৪ এনএম টর্ক উৎপন্ন হয়। অন্যদিকে, Jupiter Classic-এ রয়েছে ১০৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, CVTi, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। এর আউটপুট ৭,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৭.৭৭ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ৮.৮ এনএম টর্ক।

TVS Jupiter Classic vs Honda Activa Premium ডাইমেনশন

TVS Jupiter Classic-এর ওজন ১০৯ কেজি। তবে Activa Premium-এর কার্ব ওয়েট ১০৬ কেজি। জুপিটার লম্বায় ১,৮৩৪ মিমি, চওড়ায় ৬৭৮ মিমি এবং উচ্চতায় ১,২৮৬ মিমি। অপরদিকে Honda Activa Premium এডিশনের দৈর্ঘ্য ৮৩৩ মিমি, প্রস্থ ৬৯৭ মিমি এবং উচ্চতা ১১৫৬ মিমি। যা দেখে বোঝাই যাচ্ছে অ্যাক্টিভার মডেলটি লম্বা-চওড়া উভয়দিকেই বেশি। এদিকে গ্রাউন্ড ক্লিয়ারেন্সে এগিয়ে জুপিটার (১৬৩ মিমি)। অ্যাক্টিভার ক্ষেত্রে যা ১৬২ মিমি।

TVS Jupiter Classic vs Honda Activa Premium দাম

দামের বিচারে দুটি স্কুটারকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে গণ্য করা যায় না। কারণ Honda Activa Premium এডিশানের মূল্য ৭৫,৪০০ টাকা (এক্স-শোরুম)। এদিকে TVS Jupiter Classic আরও বেশি দামে বাজারে বিকোয়। যা ৮৫,৮৬৬ টাকা (এক্স-শোরুম)।

এখন বিষয় হচ্ছে কোন স্কুটারটি কিনলে বেশি লাভদায়ক হবে? এই প্রসঙ্গে বলতে গেলে, উভয় মডেলের ইঞ্জিন এবং বডি ডাইমেনশন প্রায় সমান। তবে ফিচারের দিক থেকে অ্যাক্টিভাকে কয়েক ধাপ পেছনে ফেলেছে জুপিটার। এদিকে দামের বিচারে অনেকটাই এগিয়ে অ্যাক্টিভার প্রিমিয়াম এডিশনটি। তাই যদি বাজেটের বিষয়ে সীমাবদ্ধতা থাকে তবে Honda Activa Premium এডিশানটি কেনাই যুক্তিযুক্ত হবে। নচেৎ TVS Jupiter Classic কেনা যেতেই পারে।