Jio গ্রাহকদের জন্য চলে এল ১৯ ও ২৯ টাকার ছোট রিচার্জ প্যাক, কি সুবিধা পাবেন

Relaince Jio-র ১৯ টাকার ও ২৯ টাকার ডেটা বুস্টার প্ল্যানের সুবিধা দেখে নিন

Reliance Jio তার গ্রাহকদের জন্য দুটি নতুন ডেটা বুস্টার প্যাক নিয়ে এসেছে। আর এই দুটি প্ল্যানের দাম যথাক্রমে ১৯ টাকা এবং ২৯ টাকা। এই প্যাকগুলিকে কোম্পানির কৌশলগত প্ল্যান বলেও মনে করা হচ্ছে। যে সমস্ত গ্রাহকদের প্রত্যেকদিন একটু বেশি ডেটার প্রয়োজন হয় অথবা যাদের প্রতিদিনই দৈনিক ডেটা শেষ হয়ে যায় তাদের জন্য এই প্ল্যান গুলি ভীষণ উপযোগী। চলুন Reliance Jio-র এই ১৯ টাকার এবং ২৯ টাকার ডেটা বুস্টার প্ল্যান গুলো সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Relaince Jio-র ১৯ টাকার ডেটা বুস্টার প্ল্যান

জিও তার ১৯ টাকার ডেটা বুস্টার প্যাকে ১.৫ জিবি ডেটা অফার করবে। আর এর ভ্যালিডিটি ব্যবহারকারীর অ্যাক্টিভ প্রিপেড প্যাকের সমান। জিওর ১৫ টাকার একটি ডেটা বুস্টার প্যাক আছে, যা ১ জিবি ডেটা অফার করে। তবে কেউ যদি অতিরিক্ত ৫০০ এমবি ডেটা পেতে চায়, তাহলে তাকে আর ৪ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। এই কৌশলটি ব্যবহারকারীদের জন্য ‘ডিকয় এফেক্ট’ (Decoy Effect) হিসেবে কাজ করতে পারে।

এখন মনে প্রশ্ন জাগতে পারে এই ডিকয় এফেক্ট কি? যখন একটি কোম্পানি দুটি অফার বা পরিষেবার মধ্যে দামের পার্থক্য খুব কমই রাখে, আর তখন গ্রাহকেরা আরও একটু বেশি সুবিধা পাবার জন্য অতিরিক্ত দাম বিশিষ্ট অফারটি নেওয়াই শ্রেয় বলে মনে করেন, তখন একে ডিকয় এফেক্ট বলে।

Relaince Jio-র ২৯ টাকার ডেটা বুস্টার প্ল্যান

২৯ টাকার এই ডেটা বুস্টার প্ল্যানটি ২.৫ জিবি ডেটা অফার করে। এই প্ল্যানের ভ্যালিডিটিও ব্যবহারকারীর অ্যাক্টিভ প্ল্যানের সমান হয়ে থাকে। আর এটিও সেই সব ব্যবহারকারীদের জন্য একটি ডিকয় এফেক্ট হিসেবে কাজ করবে যারা কোম্পানির ২৫ টাকার প্ল্যান রিচার্জ করেন। কারণ ২৫ টাকার প্ল্যান ২ জিবি ডেটা অফার করে, তবে গ্রাহকেরা ৪ টাকা বেশি খরচ করলেই পেয়ে যাবেন অতিরিক্ত ৫০০ এমবি ডেটা। ফলে বেশিরভাগ গ্রাহকই অতিরিক্ত ডেটা পাওয়ার জন্য দামি বুস্টার প্ল্যানের দিকেই ঝুঁকবেন এটাই স্বাভাবিক। এর ফলে Reliance Jio-র ব্যবহারকারী পিছু গড় আয় (ARPU ) বাড়বে।