Bajaj Chetak-এর ই-স্কুটার রূপে প্রত্যাবর্তনের প্রায় আড়াই বছর পার, আজ পর্যন্ত কতজন কিনেছেন জানেন?

আজ থেকে প্রায় আড়াই বছর আগে ইলেকট্রিক স্কুটার রূপে প্রত্যাবর্তন করেছিল Bajaj Chetak। লঞ্চের পর থেকে ভারতে এখনও পর্যন্ত চেতক ইলেকট্রিক স্কুটারের ১৪,০০০ ইউনিট বিক্রির কথা ঘোষণা করল বাজাজ অটো (Bajaj Auto)। এই ঘোষণার সাথেই স্কুটারটির ১৬,০০০ বুকিং পাওয়ার কথাও জানিয়েছে নির্মাতা সংস্থা। এদিকে গতকালই পুণের আকুর্দি শহরে নতুন বৈদ্যুতিক দু’চাকা গাড়ির কারখানা উদ্বোধন করেছে বাজাজের অধীনস্থ চেতক টেকনোলজি লিমিটেড।

এখন আকুর্দির কারখানায় চেতকের উৎপাদন চলছে। চাহিদা বৃদ্ধির কারণে বৈদ্যুতিক স্কুটারের উৎপাদনের পরিমাণ বাড়াতেই এই কারখানাটি চালু করা হয়েছে। আসন্ন সমস্ত ইলেকট্রিক টু-হুইলার উৎপাদনের জন্য এই নতুন কারখানাটি ব্যবহার করবে বাজাজ। শোনা যাচ্ছে, সংস্থাটি একটি নতুন বৈদ্যুতিক স্কুটার তৈরি করেছে, চেতকের সাথে যাকে ক’মাস আগে রাস্তায় দেখা গিয়েছিল।

অন্যদিকে বাজাজের গবেষণা এবং উন্নয়ন দল বর্তমানে একটি অত্যাধুনিক এবং মোটরসাইকেল তৈরিতে পারদর্শী প্ল্যাটফর্মের উপর কাজ করছে বলে খবর। তবে সংস্থার আপকামিং স্কুটারটির সম্পর্কে অফিশিয়াল কোনো ঘোষণা আসেনি। এটি Chetak EV-র বেশি রেঞ্জের ভার্সন হতে পারে। যেটি বাজারে একচেটিয়া রাজ করা Ola S1 Pro ও TVS iQube-কে প্রতিযোগিতায় ফেলবে বলেই অনুমান।

প্রসঙ্গত, Bajaj Chetak ই-স্কুটারে রয়েছে একটি ৩.৮ কিলোওয়াট মোটর। যাকে চলার শক্তি জোগায় ৩ কিলোওয়াট আওয়ার IP67 রেটিং যুক্ত ওয়াটারপ্রুফ লিথিয়াম আয়ন ব্যাটারি। ফুল চার্জে ইকো মোডে ৯০ কিমি পর্যন্ত ব্যাটারি ফুরিয়ে যাওয়ার চিন্তা থাকে না। চেতকের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭০ কিমি। এতে স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা রয়েছে।