১৫ মিনিটের চার্জে চলবে ১০০ মিনিট, বাজারে এল Boult Audio AirBass Z1 ইয়ারবাড

বৃহস্পতিবার ভারতে আত্মপ্রকাশ করলো Boult Audio কোম্পানির AirBass Z1 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। এতে রয়েছে টাইপ সি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটানা ২৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেওয়ার ক্ষমতা। দ্রুত কানেক্টিভিটির জন্য এতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ভি ৫.১। চলুন দেখে নেওয়া যাক Boult Aidio AirBass Z1 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের দাম, ও ফিচার।

Boult Audio AirBass Z1 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতে ই-কমার্স সাইট অ্যামাজনে বোল্ট অডিও ইয়ারবেস জেড ১ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডটি কিনতে পাওয়া যাচ্ছে ১,৪৯৯ টাকায়। সাথে পাওয়া যাচ্ছে এক বছরে স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি ওয়্যারেন্টি। আপাতত প্রিমিয়াম গ্রে এবং অলিভ গ্রীন – এই দুটি কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ ইয়ারবাডটি।

Boult Audio AirBass Z1 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের স্পেসিফিকেশন

প্রিমিয়াম লুকের বোল্ট অডিও ইয়ারবেস জেড ১ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হবে এটি ১০এমএম ডায়নামিক ড্রাইভার সহ এসেছে। দ্রুত সংযোগের জন্য এতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ভি৫.১, যা ১০ মিটার দূরত্ব পর্যন্ত ট্রানস্মিশন রেঞ্জ অফার করবে। জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে একটি আইপিএক্স৫ রেটিংবিশিষ্ট। তাই ওয়ার্ক আউট করার সময় কিংবা অল্প জলে স্নান করার সময় অনায়াসেই এটি ব্যবহার করা যেতে পারে। ব্যবহারকারী দীর্ঘক্ষন ধরে এটি পরে থাকলেও যাতে কোনো অস্বাচ্ছন্দ্যতা অনুভব না করেন তাই এটি এরগণমিক ডিজাইন এবং হালকা ওজনের সাথে এসেছে।

অন্যদিকে, বোল্ট অডিও ইয়ারবেস জেড ১ ইয়ারবাডে অভিনব ডিজাইন এবং প্যাসিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার থাকার দরুন এটি সহজেই বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম। ফলে এই ইয়ারবাড ব্যবহারকারী গুরুত্বপূর্ণ কল চলাকালীন নির্ঝঞ্ঝাটে মিউজিক কিংবা ভিডিও উপভোগ করতে পারবেন।

সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, একক চার্জে Boult Audio AirBass Z1 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটি একটানা ২৪ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। উপরন্তু এটি ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র ১৫ মিনিট চার্জ দিলে ১০০ মিনিট ব্যবহার করা যাবে।