ফ্লাট ডিসপ্লে ও Snapdragon প্রসেসরের সাথে Honor X50 GT ও‌ Honor 100 GT আগামীকাল লঞ্চ হচ্ছে

শীঘ্রই লঞ্চের মুখ দেখতে চলেছে Honor X50 GT এবং Honor 100 GT, ফাঁস হল ফিচার

আগামীকাল অর্থাৎ ২১শে সেপ্টেম্বর লঞ্চের মুখ দেখতে চলেছে Honor X40 GT Racing Edition। তবে এই মডেলটি ছাড়াও GT-সিরিজের অধীনে খুব শীঘ্রই উত্তরসূরি Honor X50 GT স্মার্টফোনকে ঘোষণা করা হবে। যদিও আজ এক বিখ্যাত টিপস্টার দাবি করেছেন যে, Honor তাদের GT-সিরিজে একটি নয় বরং দু-দুটি নতুন মডেলকে অন্তর্ভুক্ত করবে। আসন্ন হ্যান্ডসেটগুলির কয়েকটি কী-ফিচারও প্রকাশ্যে এনেছেন টিপস্টার।

শীঘ্রই লঞ্চের মুখ দেখতে চলেছে Honor X50 GT এবং 100 GT, ফাঁস করা হল ফিচার বিশদ

সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) এর একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, GT-সিরিজের অধীনে Honor একটি নয় বরং দুটি নতুন স্মার্টফোন উন্মোচন করবে। যার মধ্যে একটি হবে অনর এক্স৫০ জিটি (Honor X50 GT) এবং আরেকটি অনর ১০০ জিটি (Honor 100 GT) নামে আসবে। তবে যেহেতু অনর ৮০ জিটি (Honor 80 GT) ফোনের পর সংস্থাটি উত্তরসূরি হিসাবে অনর ৯০ জিটি (Honor 90 GT) লঞ্চ করেনি, সেহেতু আমাদের অনুমান আসন্ন অনর ১০০ জিটি একটি রিব্র্যান্ডেড হ্যান্ডসেট হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। যদিও এক্ষুনি নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এদিকে টিপস্টার আরো দাবি করেছেন যে, জিটি-লাইনআপের অধীনে আসন্ন এই ডিভাইসগুলি হাই-এন্ড প্রিমিয়াম ডিজাইন অফার করবে। আবার ভালো পারফরম্যান্স প্রদানের জন্য কোয়ালকমের স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে লঞ্চ হবে হয়তো। এছাড়া জানা যাচ্ছে, অনর এক্স৫০ জিটি এবং অনর ৯০ জিটি স্মার্টফোনকে হাই-কোয়ালিটির ফ্ল্যাট ডিসপ্লে প্যানেলের সাথে নিয়ে আসা হবে। যদিও ডিভাইসগুলির টাচস্ক্রিন কিরকম সাইজ বা রেজোলিউশন অফার করবে সেই সম্পর্কে কিছু শেয়ার করেননি টিপস্টার।

আপাতত Honor X50 GT এবং Honor 100 GT স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এটুকু তথ্যই জানা সম্ভব হয়েছে। তবে যেহেতু দাবি করা হচ্ছে যে হ্যান্ডসেটগুলির লঞ্চ আসন্ন, সেহেতু আমাদের আশা খুব শীঘ্রই এগুলির অন্যান্য ফিচারও অনলাইনে ফাঁস করা হবে।

প্রসঙ্গত, Honor X40 GT Racing Edition -কে আগামীকাল লঞ্চ করার খবর আমরা প্রতিবেদনের শুরুতেই দিয়েছি। এটি মূল Honor X40 GT মডেলের একটি ‘স্পেশাল এডিশন’ হিসাবে আত্মপ্রকাশ করবে। তাই ডিজাইনগত ও মেমরি সংক্রান্ত কিছু পরিবর্তন নজরে পড়তে পারে। তবে যাবতীয় কনফিগারেশন রেগুলার মডেলের অনুরূপ থাকবে।