Audi Q7 Facelift জানুয়ারিতে ভারতে পা রাখতে চলেছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

audi-q7-india-launch-in-january-2022

Audi Q7 Facelift ভারতের বাজারে ২০২২-এর জানুয়ারিতে লঞ্চ হতে চলেছে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার তাতে সিলমোহর দিল জার্মান সংস্থার ভারতীয় শাখাটি। নতুন বছরের শুরুতেই দ্বিতীয় প্রজন্মের Q7 Facelift গাড়িটি আনতে চলেছে বলে ঘোষণা করা হয়েছে। এমনকি ইতিমধ্যেই সেগুলি সংস্থার ডিলারশিপের কাছে পৌঁছে দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, ২০২০-তে বিএস৬ নির্গমন মাপকাঠির জন্য এই গাড়িটি বাজারে আনা বন্ধ রেখেছিল সংস্থাটি। তবে এবার ঝাড়া হাত পায়ে নতুন রূপে আসতে চলেছে। আসন্ন Audi Q7 Facelift এর ফিচার, ইঞ্জিন ও দাম সম্পর্কে জেনে নিন।

Audi Q7 Facelift : ফিচার

অডি কিউ৭ ফেসলিফ্ট (Audi Q7 Facelift)-এর বহির্ভাগে বেশ কিছু রদবদল ঘটানো হয়েছে। যেমন, নতুন মডেলটিতে অডি কিউ ফ্যামিলি রেঞ্জের ফ্রন্ট এন্ড ফিচারিং যুক্ত নতুন ফেস দেওয়া হয়েছে। অন্যান্য ফিচারের মধ্যে এতে রয়েছে নতুন সিগনেচার ডিআরএল, রিডিজাইনড গ্রিল, এলইডি হেডলাইট, এলইডি রিয়ার লাইট। এছাড়াও এতে আছে একটি নতুন বাম্পার, যা অধিক বাতাস প্রবেশে সহায়ক।

Audi Q7 Facelift : ইঞ্জিন

বিলাসবহুল গাড়িটির হুডের নিচে দেওয়া হয়েছে ৩৩৫ বিএইচপি শক্তি ও ৫০০ এনএম টর্ক উৎপন্নকারী ৩.০ লিটার ভি৬ টার্বোচার্জ্ড পেট্রোল ইঞ্জিন। গাড়িটিকে গতিময়তা দিতে এতে রয়েছে ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। অধিকন্তু এতে রয়েছে কুয়াট্রো অল হুইল ড্রাইভ সিস্টেম।

Audi Q7 Facelift : দাম

Audi Q7 Facelift-এর দাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। লঞ্চ হওয়ার পর তা অফিসিয়ালি ঘোষণা করবে সংস্থাটি।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে সংস্থার নির্মাণ কেন্দ্রে Audi Q7 Facelift-এর শেষ মুহূর্তের ছোঁয়া চলছে। বাজারে আসার পর এর সাথে BMW X7, Mercedes-Benz GLS, Volvo XC90 ও Land Rover Discovery – গাড়িগুলির জোরদার টক্কর চলবে।

গেম খেলতে এখানে ক্লিক করুন

শুভদীপ টেকগাপে অটোকার বিষয়ক লেখালিখি করে। এর আগে বিভিন্ন পোর্টালের সাথে যুক্ত থাকলেও, অটোকার নিয়ে টেকগাপে তার হাতেখড়ি। দিনকে দিন সে টেকগাপের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে।