আপনার শাওমি ফোনে MIUI 12 আপডেট পাবেন? এইভাবে জেনে নিন

নতুন অপারেটিং সিস্টেমের উপর কাজ শুরু করলো Xiaomi । MIUI 12 নামে আসা এই কাস্টম অপারেটিং সিস্টেমের কয়েকটি ফিচার কয়েকদিন আগে ফাঁস হয়েছিল। এরআগে কোম্পানি জানিয়েছিল তারা এমআইইউআই ১১ ডেভেলপ করা বন্ধ করেছে। এর অর্থ কোম্পানি নতুন অপারের্টিং সিস্টেমের উপর কাজ করছে। শাওমি দ্বারা প্রকাশিত রিপোর্টে মি, রেডমি ও পোকো ফোনে নতুন এই আপডেট দেওয়া হবে।

কিন্তু আপনার ফোনে কি আপনি এমআইইউআই ১২ এর আপডেট পাবেন? আপনি খুব সহজে তা জানতে পারেন। আলফা ডেভেলপার্স অফিসিয়াল দ্বারা একটি নতুন অ্যাপ ‘এমআইইউআই ১২ এলিজিবিলিটি (আর্লি অ্যাক্সেস)’ তৈরি করা হয়েছে। এই অ্যাপ প্লে স্টোরে উপলব্ধ। এই অ্যাপে আপনি সেই সমস্ত মডেল সম্পর্কে জানতে পারবেন যেসব ফোনে MIUI 12 আপডেট দেওয়া হবে। এছাড়াও জানতে পারবেন আপনার ফোনে এই আপডেট সাপোর্ট করবে কিনা।

এভাবে করুন MIUI 12 এলিজিবিলিটি টেস্ট :

সবার প্রথমে প্লে স্টোর থেকে MIUI 12 Eligibility Test অ্যাপ ডাউনলোড করুন।

এরপর অ্যাপটি খুলুন এবং ডিভাইস কে ডিটেক্ট করতে দিন।

এবার আপনি আপনার ডিভাইসের নাম দেখতে পাবেন এবং ‘check’ বাটনে ক্লিক করুন।

যদি আপনার ফোন অটোমেটিক ডিটেক্ট না হয় তবে কাস্টম ফিচার থেকে সিলেক্ট করতে পারেন।

এরপর জানতে পারবেন আপনার ফোনে এই আপডেট পাবেন কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *