Realme GT 2 Pro, Xiaomi 12 ও Moto Edge X30 হবে Snapdragon 8 Gen 1 প্রসেসরের প্রথম ফোন

২০২১- এর স্ন্যাপড্রাগন টেক সামিট ইভেন্টে সম্প্রতি কোয়ালকমের (Qualcomm) পরবর্তী প্রজন্মের (5G) ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 8 Gen 1 লঞ্চ হয়েছে। প্রসেসরটি লঞ্চ হওয়ার আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল খুব শীঘ্রই Realme, Xiaomi এবং Motorola লেটেস্ট এই প্রসেসরটি সহ তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করতে চলেছে। রিয়েলমির Realmi GT 2 Pro, শাওমির Xiaomi 12 ও মোটোরোলার ফোনগুলিতে ব্যবহার করা হবে এই শক্তিশালী প্রসেসরটি। তারমধ্যে রিয়েলমি ও শাওমির ফোনগুলির লঞ্চের তারিখ এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে মোটোরোলা এই ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে গেছে। আগামী ৯ ডিসেম্বর চীনের বাজারে আসছে Moto Edge X30। ফলে এটিই Snapdragon 8 Gen 1 প্রসেসরের প্রথম ফোন হতে চলেছে। আসুন আমরা Realme, Xiaomi ও Motorola-র আসন্ন ফোনগুলি সম্পর্কে জেনে নিই…

রিয়েলমি জিটি ২ প্রো (Realme GT 2 Pro)

কোয়ালকমের নতুন প্রসেসরটি লঞ্চ হওয়ার কিছু ঘণ্টা পরেই রিয়েলমি কর্তৃপক্ষ স্ন্যাপড্রাগন টেক সামিট ইভেন্টে অফিসিয়ালি ঘোষণা করে জানায়, তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি জিটি ২ প্রো- এ স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরটি ব্যবহার করা হবে। চীনা সংস্থাটি ইতিমধ্যেই এই ফ্ল্যাগশিপ ফোনটির ওপর কাজ করা শুরু করে দিয়েছে।

রিয়েলমি ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট ও রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ জানিয়েছেন, কোয়ালকমের এই প্রসেসরটির মাধ্যমে Realme GT 2 Pro ফোনটির কানেক্টিভিটি, ক্যামেরা, গেমিং সহ প্রায় সবকটি ক্ষেত্রেই অতুলনীয় পারফরম্যান্স সাক্ষী হওয়া যাবে। এই ফোনের বিষয়ে এর থেকে বেশিকিছু প্রকাশ করেনি রিয়েলমি। তবে বিভিন্ন সূত্র থেকে Realme GT 2 Pro ফোনটির সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে।

এই ফোনে দেওয়া হতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। এই ফোনটি সর্বাধিক ৫১২ জিবি স্টোরেজ সহ আসতে পারে। বাজারে ফোনটির আনুমানিক দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার ( প্রায় ৫৯,৯০০ টাকা)।

এছাড়াও, এই ফোনের বেশ কয়েকটি রেন্ডার প্রকাশ্যে এসেছে। রেন্ডারগুলি অনুযায়ী, Realme GT 2 Pro ফোনটির ব্যাকপ্যানেলে অনুভূমিক ক্যামেরা বার দেখা যেতে পারে। এছাড়া এর রিয়ার ক্যামেরায় GR লেন্স ব্যবহার করা হতে পারে।

শাওমি ১২ ( Xiaomi 12)

চীনা সংস্থা শাওমি -ও টুইট করে নিশ্চিত করেছে, সংস্থার প্রথম স্মার্টফোন হিসেবে শাওমি ১২, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ আসবে। এই ফোনের সাথে বাজারে আসবে শাওমি ১২এক্সও। মনে করা হচ্ছে দুটি ফোনেই থাকতে পারে কোম্পানির লেটেস্ট কাস্টম ওএস MIUI 13।

এই ফোনে দেওয়া হতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। শাওমির টুইট থেকে জন্য গেছে কোম্পানি ইতিমধ্যেই Xiaomi 12- এর মাস প্রোডাকশন শুরু করে দিয়েছে।

যদিও Xiaomi 12 ঠিক কবে বাজারে পা রাখবে তা জানা যায়নি। তবে ২৮ ডিসেম্বর ফোনটি লঞ্চ হবে বলে জল্পনা রয়েছে।

মোটোরোলা মোটো এজ এক্স৩০ ( Motorola Moto Edge X30)

রিয়েলমি, শাওমির মত মোটোরোলাও ঘোষণা করেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন মোটোরোলা মোটো এজ এক্স৩০-এ ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটির লঞ্চের দিনও ঘোষিত হয়েছে। এমাসের ৯ তারিখেই চীনের বাজারে পা রাখবে
মটোরোলা মোটো এজ এক্স৩০। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Motorola Edge 30 Ultra নাম নিয়ে আসা হতে পারে।

Weibo (চীনা মাইক্রো ব্লগিং সাইট)-তে লেনোভোর তরফে এই ফোনের একটি টিজার প্রকাশ্যে এসেছে।
ফোনটির ফ্রন্ট ও ব্যাক দুদিকেই পাওয়া যাবে গরিলা গ্লাস প্রোটেকশন। এটি লেটেস্ট MyUI 3.0 কাস্টম স্কিনে রান করবে বলে জানা গেছে।

কোয়ালকম কর্তৃপক্ষ জানিয়েছে এই তিনটি সংস্থা ছাড়াও Black Shark, Honor, iQoo, Nubia, OnePlus, Oppo, Sharp, Sony, Vivo ও ZTE – এর
মত ব্র্যান্ডগুলিও তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ আনতে চলেছে।