2022 Maruti Suzuki Baleno: সদ্য লঞ্চ হওয়া ব্যালেনোর এই পাঁচটি নতুন ফিচার সম্পর্কে জানেন?

এই বুধবার ভারতের বাজারে সম্পূর্ণ নতুন অবতারে লঞ্চ হয়েছে 2022 Maruti Suzuki Baleno। ভ্যারিয়েন্ট অনুযায়ী ৬.৩৫-৯.৪৯ লক্ষ টাকা এক্স-শোরুম মূল্যে কেনা যাচ্ছে গাড়িটি। আবার ১৩,৯৯৯ টাকার মাসিক ফি-এর বিনিময়ে করা যাচ্ছে সাবস্ক্রিপশন। প্রিমিয়াম হ্যাচব্যাক মডেলটি সংস্থার Nexa ডিলারশিপ চ্যানেল থেকে বিক্রি করা হচ্ছে। আগের ভার্সনটির তুলনায় ২০২২ মডেলটিতে যুক্ত করা হয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার। তেমন পাঁচটি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Maruti Suzuki Baleno ফ্রেশ স্টাইলিং

2022 Maruti Suzuki Baleno-র কেবিনে রয়েছে প্রিমিয়াম মেটালিক গ্ৰে সহ পিয়ানো ব্ল্যাক ফিনিশ। এছাড়াও এতে উপস্থিত ককপিট স্টাইল এসি সুইচ, একটি নতুন টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ক্রোম রিং মিটার।

Maruti Suzuki Baleno স্মার্টপ্লে প্রো+ ইনফোটেইনমেন্ট

2022 Maruti Suzuki Baleno-তে দেওয়া হয়েছে একটি ফ্রি স্ট্যান্ডিং ৯ ইঞ্চির স্মার্টপ্লে প্রো+ ইনফোটেইনমেন্ট সিস্টেম। এটি ইউজার ইন্টারফেস বুঝতে খুব সহজ৷ সাথে নিরবচ্ছিন্ন ড্রাইভিংয়র জন্য ভয়েস অ্যাসিস্ট্যান্সের অভিজ্ঞতা দেবে যাত্রীদের। আবার পরিস্থিতি অনুযায়ী গাড়ির ভেতরের গানের সাউন্ড নিজে থেকেই কমবে/বাড়বে বলে দাবি করেছে সংস্থাটি।

Maruti Suzuki Baleno হেডস-আপ ডিসপ্লে

সেগমেন্টের ফার্স্ট ফিচার হিসেবে ২০২২ মারুতি সুজুকি ব্যালেনোতে দেওয়া হয়েছে রঙিন হেডস-আপ ডিসপ্লে। এই ফিচারটি গাড়িটিকে প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে কয়েক পদক্ষেপ এগিয়ে দিয়েছে। গাড়ি চালানোর সময় গতিবেগ, আরপিএম, জ্বালানি ছাড়াও অন্যান্য যাবতীয় তথ্য চালকের চোখের সামনেই ভেসে উঠবে। ফলে ড্রাইভিংয়ে ব্যাঘাত ঘটবে না।

Maruti Suzuki Baleno নতুন প্রজন্মের সুজুকি কানেক্ট

2022 Maruti Suzuki Baleno-তে বিল্ট-ইন ফিচার স্বরূপ এতে দেওয়া হয়েছে একটি নতুন প্রজন্মের সুজুকি কানেক্ট। যা গাড়িটির যাবতীয় নিরাপত্তা বিষয়ক তথ্য অফার করে। এই সিস্টেমটি স্মার্টওয়াচ এবং অ্যালেক্সা ভয়েস কানেক্টিভিটি সাপোর্ট করবে বলে দাবি করা হয়েছে। এর সাহায্যে গাড়ির দরজা লক, হেডলাইটের সুইচ অফ, অ্যালার্ম সেট ইত্যাদি কাজ করা যাবে।

Maruti Suzuki Baleno ৩৬০ ডিগ্রি ক্যামেরা

৩৬০-ডিগ্রি ক্যামেরা ফিচারটিও এই সেগমেন্টের গাড়িতে প্রথম দেখা গেল। এটির নিকটবর্তী বস্তুকে শনাক্তকরণের ক্ষমতা রয়েছে। অল্প জায়গায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে এই ফিচারটি বিশেষ সহযোগিতা করবে।