Petrol Price: এক লিটার পেট্রল বিক্রি হচ্ছে মাত্র ১ টাকায়, জেনে নিন কোথায়

দেশে পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধিতে নাজেহাল সমাজের সকল শ্রেণীর মানুষ। পাম্পে তেল ভরাতে গেলে পকেট হচ্ছে গড়ের মাঠ। বহু মানুষের একটু ঘোরার মন করলে বাড়ি থেকে দুই বা চার চাকা নিয়ে বেরোনোর ইচ্ছেটাই যেন আজ মৃতপ্রায়। নেহাত প্রয়োজনের যাত্রাটুকুই, এমনি হাওয়া খেয়ে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে ‘নৈব নৈব চ’! গ্রাহকদের এই করুণ দশা দেখে পেট্রোল পাম্পের মালিকরাও যেন অস্বস্তির মধ্যে পড়েছেন। যার জন্য প্রতিবাদের পথ খুঁজে পাচ্ছেন না। কিন্তু এবার এক প্রতিষ্ঠান জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য একটু অন্য কায়দায় প্রতিবাদ দেখাল। পেট্রোল-ডিজেলের দামে ছ্যাঁকা লাগার পরিস্থিতিতে, যা এক নজির হয়ে রইল দেশবাসীর কাছে।

কেমন সেই প্রতিবাদ? মহারাষ্ট্রের সোলাপুরের স্থানীয় এক প্রতিষ্ঠান প্রতিবাদের নয়া ধারা হিসেবে লিটার প্রতি ১ টাকা মূল্যে পেট্রোল বেচলো গ্রাহকদের। গত বৃহস্পতিবার বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকীর দিন এই অদ্ভুত ঘটনার সাক্ষী থেকেছেন মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দারা। ৫০০ জন ক্রেতাকে ১ টাকা/লিটারের দামে পেট্রল বিক্রি করা হয়েছে। প্রত্যেক ব্যক্তিকে এক লিটার করেই পেট্রল দেওয়া হয়েছে। কিন্তু এই দুর্মূল্যের বাজারে এক টাকায় ওই এক লিটার পেট্রোল নিতেই গ্রাহকদের লম্বা লাইন লেগে যায়। যা সামাল দিতে পুলিশকেও ময়দানে নামতে হয়। এদিকে যেই দলটি এই কাণ্ড ঘটিয়েছে, তার নাম ‘ডঃ আম্বেদকর স্টুডেন্ট অ্যান্ড উইথ প্যান্থারস’।

উক্ত দলটির রাজ্য ইউনিট নেতা মহেশ সর্বগোদা (Mahesh Sarvagoda) বলেন, “মূল্যবৃদ্ধির রেখচিত্রটি আকাশ ছুঁয়েছে। নরেন্দ্র মোদি সরকারের শাসনে পেট্রলের দাম লিটারে ১২০ টাকা পৌঁছেছে। তাই আমজনতাকে স্বস্তি দিতে এবং ডঃ বাবাসাহেব আম্বেদকরের জন্মদিবস উদযাপন করতে, আমরা এক টাকা দরে পেট্রল বিতরণের সিদ্ধান্ত নিই।”

মহেশ যোগ করেন, “যদি একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান হিসেবে আমরা ৫০০ জন ব্যক্তিকে স্বস্তি দিতে পারি, তবে সরকারের উচিত মূল্যবৃদ্ধির যন্ত্রণা থেকে প্রত্যেককে নিস্তার দেওয়া।” এদিকে এই দুর্মূল্যের বাজারে এক টাকা দরে পেট্রল কিনতে পেরে বেজায় খুশি গ্রাহকরা। তাঁদের মধ্যে একজন বলেছেন, “এই দামে পেট্রল কিনতে পেরে আমি ভীষণ খুশি। যেখানে মূল্যবৃদ্ধি প্রতিদিন একটি নতুন উচ্চতায় পৌঁছচ্ছে, সেই পরিস্থিতিতে আমি অনেকটাই অর্থ সাশ্রয় করতে পেরেছি।”