২১ হাজার টাকায় ২০ জিবি র‌্যাম, Oppo A1 Vitality Edition জবরদস্ত ফিচার সহ সস্তায় লঞ্চ হল

Oppo A1 Vitality Edition স্মার্টফোনের দাম ১,৭৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ২১,২০০ টাকা) রাখা হয়েছে

Oppo গত মাসে তাদের হোম মার্কেটে Oppo A1 5G নামের একটি নতুন স্মার্টফোনের ঘোষণা করেছিল। আর আজ (২২শে মে) সংস্থাটি আলোচ্য মডেলেরই একটি বিশেষ সংস্করণ – Oppo A1 Vitality Edition চীনে লঞ্চ করল। একে মূলত সেই সমস্ত মানুষদের জন্য নিয়ে আসা হয়েছে, যারা বাজেট-সচেতন কিন্তু পারফরম্যান্স এবং স্টাইলের সাথে আপস করতে চান না।

ডিজাইনের নিরিখে Oppo A1 Vitality Edition গত বছর আগত Oppo A58 5G স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে এসেছে। আর বিশেষত্বের কথা বললে এতে – ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল, ৫০-মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, রিয়েল সাউন্ড টেকনোলজি সমর্থিত লিনার স্পিকার সিস্টেম এবং ৩৩ ওয়াট ফাস্ট সুপারভুক চার্জিং যুক্ত বড় ব্যাটারি থাকছে। আবার এতে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এক্সপেনশন বৈশিষ্ট্যও সাপোর্ট করবে। চলুন Oppo A1 Vitality Edition স্মার্টফোনের দাম এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Oppo A1 Vitality Edition -এর স্পেসিফিকেশন ও ফিচার

প্রথমেই আসি ডিজাইনের প্রসঙ্গে। ওপ্পো এ১ ভাইটালিটি এডিশন স্মার্টফোনটি ক্রিস্টাল ডায়মন্ড ডিজাইন সহ এসেছে, যা ডিভাইসকে স্মুথ এবং প্রিমিয়াম লুক প্রদান করে। এই ফোন খুবই পাতলা এবং হালকা, এটি ৭.৯৯ মিমি পুরু এবং এর ওজন ১৮৮ গ্রাম। উপরন্তু, এটি IP54 রেটিং প্রাপ্ত হওয়ায় ধুলো এবং জল প্রতিরোধী।

Oppo A1 Vitality Edition স্মার্টফোনে ৬.৫৬-ইঞ্চির (১৬১২×৭২০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৮০ নিট পিক ব্রাইটনেস এবং ৮৯.৮% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এতে ১০০% DCI-P3 ওয়াইড কালার গ্যামেট এবং ৪,০৯৬ লেভেল ইন্টেলিজেন্ট ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট ফিচার সমর্থন করে। জানিয়ে রাখি, এই স্ক্রিন বৈশিষ্ট্যটি স্বয়ংক্রিয়ভাবে পরিবেষ্টিত আলোর অবস্থার সাথে খাপ খায়, দৃশ্যমানতা অপ্টিমাইজ করে।

পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিংয়ের জন্য Oppo A1 Vitality Edition স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর এবং মালি-জি৫৭ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি LPDDR4X ফিজিক্যাল র‌্যাম + অতিরিক্ত ৮ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য র‌্যাম সহ এসেছে।

ক্যামেরা বিভাগের কথা বললে, Oppo A1 Vitality Edition স্মার্টফোনে রয়েছে ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২-মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। ডিভাইসটির সামনে ৮-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরায় বিভিন্ন ফিচার সাপোর্ট করেবে, যেমন – পোর্ট্রেট মোড, এআই স্ক্রিন এনহ্যান্সমেন্ট, আরজিবি রিটেনশন ভিডিও এবং সুপার নাইট সিন মোড।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে ফোনে পাওয়া যাবে – ডুয়েল সিম ডুয়াল স্ট্যান্ডবাই, ডুয়াল-মোড ৫জি, ৩৬০-ডিগ্রি সারাউন্ড অ্যান্টেনা এবং ৫জি+ওয়াইফাই ডুয়াল-চ্যানেল অ্যাক্সিলারেশন৷ অডিও বিভাগের ক্ষেত্রে, ওপ্পো ব্র্যান্ডিংয়ের এই নয়া হ্যান্ডসেটে রিয়েল সাউন্ড টেকনোলজি সমর্থিত লিনার স্পিকার সিস্টেম রয়েছে। এই অডিও সিস্টেম – সঙ্গীত, সিনেমা, গেমিং এবং শর্ট ভিডিওর জন্য অপ্টিমাইজড সাউন্ড কোয়ালিটি প্রদান করে। পরিশেষে Oppo A1 Vitality Edition স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট সুপারভুক চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

Oppo A1 Vitality Edition -এর দাম

ওপ্পো এ১ ভাইটালিটি এডিশন স্মার্টফোনের দাম ১,৭৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ২১,২০০ টাকা) রাখা হয়েছে। এটি তিনটি কালার বিকল্পে উপলব্ধ, যথা – কোয়াইট সী ব্লু, স্টারি ব্ল্যাক এবং ফ্রেশ উইন্ড পার্পেল।