পুরো 50000 টাকা ছাড়, সাথে আরও অফার! Samsung Galaxy S23 Ultra কেনার এটাই মোক্ষম চান্স

বর্তমানে Samsung-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Galaxy S24 নিয়ে বাজারে জোর চর্চা চলছে। কিন্তু একই সময়ে ‘তথাকথিত’ একটি পুরোনো মডেল ই-কমার্স সাইটে বিশাল সস্তায় (পড়ুন অবিশ্বাস্য দামে) পাওয়া যাচ্ছে। আমরা কথা বলছি Samsung Galaxy S23 Ultra 5G সম্পর্কে, যা Flipkart Mobile Bonanza Sale-এ দারুণ সস্তায় পাওয়া যাচ্ছে। এতে এখন আপনি MRP-র ওপর ৫০ হাজার টাকা বাঁচাতে পারবেন। এদিকে Samsung Galaxy S23 Ultra 5G স্মার্টফোনে 200MP ক্যামেরা, 12GB র‍্যাম থেকে শুরু করে 5000mAh ব্যাটারি, স্টাইলাস সাপোর্ট ইত্যাদি ফিচার পাওয়া যাবে। তাই আপনি যদি দীর্ঘ সময় ধরে একটি প্রিমিয়াম ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবেনা। আসুন, এখন দেখে নিই Samsung Galaxy S23 Ultra 5G-এর দাম ও ফিচার।

অস্বাভাবিক ছাড়! ৫০ হাজার টাকা সস্তা হল Samsung Galaxy S23 Ultra

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রার ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি লঞ্চ হয়েছিল ১,৪৯,৯৯৯ টাকা, তবে এখন তেমন কোনো বড় সেল ছাড়াই ফ্লিপকার্টে স্মার্টফোনটি ৯৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এতে পুরো ৫০ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পেতে পারেন। এক্ষেত্রে স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক ইনফিনিটি ক্রেডিট কার্ড (Samsung Axis Bank Infinite Credit Card) ব্যবহার করা হলে অতিরিক্ত ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

এখানেই শেষ নয়, যদি পুরোনো ফোনের বদলে এই প্রিমিয়াম স্যামসাং স্মার্টফোনটি অর্ডার করা হয়, তাহলে ৫৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে (শর্তাবলি প্রযোজ্য)। মানে, ভাগ্যবশত সমস্ত অফার কাজে লাগানো গেলে এই হাই-এন্ড ফোনটি আপনি প্রায় ৪০ হাজার টাকা খরচেই হাতের মুঠোয় পেয়ে যাবেন, নিঃসন্দেহে যা এক অস্বাভাবিক অফার!

Samsung Galaxy S23 Ultra-র স্পেসিফিকেশন

গত বছরে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮ ইঞ্চি কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর, যার সাথে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মিলবে। এছাড়া এতে আছে ভেপার কুলিং চেম্বারও। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। আবার ফটোগ্রাফির জন্য এই স্যামসাং ফোনটিতে পাবেন ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য মিলবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।