Surya Grahan 2024: 54 বছরে প্রথম! আগামী সপ্তাহে ঘটবে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ, কীভাবে দেখবেন?

সপ্তাহ ঘুরলেই বিরল যোগ! আগামী 8 তারিখ চাঁদে ঢাকা পরবে সূর্য, সবচেয়ে দীর্ঘ গ্রহণের সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী।

Surya Grahan April 2024: দেখতে দেখতে কেটে গেছে নতুন বছরের তিন-তিনটি মাস, ইতিমধ্যে বেশ কিছু উৎসবের পাশাপাশি তিন জোড়া পূর্ণিমা-অমাবস্যা তিথিও পেরিয়ে গেছে। এখন, 2024 সালের প্রথম সূর্যগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। আসলে আগামী 8 এপ্রিল মানে পরের সপ্তাহে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ (Solar eclipse) ঘটতে চলেছে – এই দিনে চাঁদ, সূর্যের সামনে এসে কয়েক ঘন্টার জন্য বিরাট নক্ষত্রটিকে পুরোপুরি ঢেকে ফেলবে, এর ফলে সূর্যের আলো সাময়িকভাবে পৃথিবীতে পৌঁছাতে পারবেনা। এই মহাজাগতিক ঘটনা জ্যোতিষশাস্ত্র, ধর্মপ্রাণ ব্যক্তিদের কাছে গুরুত্বপূর্ণ তো বটেই, অন্যদিকে বিজ্ঞানও বিষয়টি নিয়ে যথেষ্ঠ সজাগ। সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা বছরের প্রথম তথা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব, যা জেনে রাখাটা দরকার।

বছরের প্রথম সূর্যগ্রহণ কখন শুরু হবে?

আগামী সপ্তাহের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী 8 এপ্রিল অমাবস্যা তিথিতে রাত 9:13টায় শুরু হবে এবং এটি চলবে মধ্যরাত (পরের তারিখ মানে 9 এপ্রিল) 2:22টা পর্যন্ত। বুঝতেই পারছেন, বেশ লম্বা সময় ধরে গ্রহণ চলবে – এক্ষেত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন যে গত 54 বছরের মধ্যে এটিই হবে দীর্ঘতম সূর্যগ্রহণ।

Total Solar eclipse 2024: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কোথায় দেখা যাবে?

ভারতীয়দের বিশেষত মহাকাশ প্রেমীদের এই ইভেন্টটির দরুন একটু মনখারাপ হতে পারে। কেননা, বছরের এই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মতো বিশ্বের কয়েকটি দেশে। ইন দ্য স্কাই-এর তথ্য অনুযায়ী, এগুলি ছাড়াও অন্যান্য অনেক (মূলত ক্যারিবিয়ান) দেশ যেমন কলম্বিয়া, ভেনিজুয়েলা, স্পেন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল এবং আইসল্যান্ড ইত্যাদি এই ঘটনার সাক্ষী থাকবে। কিন্তু ভারত এমনকি সমগ্র এশিয়ায় এই গ্রহণ দেখা যাবেনা। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই সূর্যগ্রহণ দেখতে বিদেশে অজস্র মানুষের ঢল নেমেছে বলে জানা গিয়েছে।

চাইলে সূর্যগ্রহণের লাইভ স্ট্রিম দেখতে পারেন

আপনি যদি ভারতীয় হন এবং সূর্যগ্রহণ দৃশ্যমান হবে এমন দেশগুলিতে বসবাস না করে থাকেন, তাহলেও কিন্তু এই বিস্ময়কর দৃশ্য মিস করে যাবেন এমন নয়। আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন, আমেরিকান মহাকাশ সংস্থা নাসা (NASA) মানে ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটের মাধ্যমে সহজেই গ্রহণের সরাসরি সম্প্রচার দেখতে সক্ষম হবেন।

এক্ষেত্রে 8 তারিখ রাত 10.30টা থেকে নাসার ইউটিউব চ্যানেলে টেক্সাসের ম্যাকডোনাল্ড অবজারভেটরি দ্বারা সূর্যগ্রহণের লাইভ স্ট্রিমিং শুরু হবে, যা স্ট্রিমিং চলবে 9 এপ্রিল রাত 1.30টা অবধি। আর স্ট্রিমিংয়ের সময়, গ্রহণের বিভিন্ন অবস্থান ভিন্ন ভিন্ন টেলিস্কোপের মাধ্যমে তুলে ধরা হবে, তবে আমেরিকার লেক বুকানান ও আরভিংয়ের মতো জায়গা থেকে দৃশ্য ক্যাপচার করবে বিজ্ঞানী মহল।