WhatsApp ব্যবহার আরও মজাদার, আসছে নতুন মিডিয়া শর্টকাট, কি সুবিধা হবে জানুন

সম্প্রতি WhatsApp তাদের উইন্ডোজ (Windows) বিটা অ্যাপের জন্য একটি নতুন আপডেট রোলআউট করেছে

চলতি সময়ে তাৎক্ষণিকভাবে কাউকে কোনো মেসেজ পাঠানোর জন্য কমবেশি সকলেই WhatsApp-এর দ্বারস্থ হন। একজনের পাঠানো ছবি, ভিডিও, জিআইএফ এবং ডকুমেন্টের মতো মিডিয়া ফাইল অন্য কাউকে চটজলদি ফরোয়ার্ড করার ক্ষেত্রে Meta মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির জুড়ি মেলা ভার। এই মেসেজিং পরিষেবাটি অ্যান্ড্রয়েড, আইওএস সহ অন্যান্য একাধিক প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে। ইউজারদের ব্যবহারিক অভিজ্ঞতাকে আরও উন্নত করতে সংস্থাটি প্রায়শই নিত্যনতুন ফিচার রোলআউট করে থাকে। সেক্ষেত্রে WhatsApp-এর ফিচার ট্র্যাকার WABetaInfo-র লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি কোম্পানিটি তাদের উইন্ডোজ (Windows) বিটা অ্যাপের জন্য একটি নতুন আপডেট রোলআউট করেছে।

উল্লেখ্য যে, সংস্থাটি মাইক্রোসফ্ট স্টোর (Microsoft Store)-এ অফিসিয়াল বিটা চ্যানেলের মাধ্যমে লেটেস্ট আপডেটটি চালু করেছে। রিপোর্টে বলা হয়েছে, উইন্ডোজের জন্য লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সনে (২.২৩০৬.২.০) পার্সোনাল চ্যাট এবং গ্রুপে একটি ফটো ও ভিডিও শর্টকাট (photo and video shortcut) যুক্ত করা হয়েছে। বলে রাখি, এই শর্টকাটটি বর্তমানে শুধুমাত্র নির্বাচিত বিটা টেস্টারদের জন্য উপলব্ধ রয়েছে। তবে খুব শীঘ্রই আরও অনেক হোয়াটসঅ্যাপ উইন্ডোজ বিটা ব্যবহারকারীদের কাছে এই আপডেটটি পৌঁছোবে বলে আশা করা হচ্ছে। এখন প্রশ্ন হল, উক্ত শর্টকাটটির দৌলতে ঠিক কী সুবিধা পাবেন ইউজাররা? আসুন জেনে নিই।

Windows বিটা অ্যাপে এল WhatsApp-এর নতুন মিডিয়া শর্টকাট

WABetaInfo-র রিপোর্টে বলা হয়েছে, মাইক্রোসফট স্টোর থেকে উইন্ডোজ ২.২৩০৬.২.০ হোয়াটসঅ্যাপ বিটা আপডেটটি ডাউনলোড করলে হালফিলে নির্বাচিত কিছু বিটা টেস্টাররা চ্যাট এবং গ্রুপের শেয়ার মেনুতে একটি নতুন শর্টকাট লক্ষ্য করতে পারবেন। উল্লেখ্য, এই শর্টকাটটি ঠিক কীভাবে কাজ করবে, তা দর্শিয়ে WABetaInfo সম্প্রতি একটি স্ক্রিনশট শেয়ার করেছে। সংস্থাটির মতে, এই শর্টকাটের মাধ্যমে উইন্ডোজ ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকে ছবি ও ভিডিও শেয়ার করতে পারবেন।

প্রসঙ্গত বলে রাখি, এতদিন পর্যন্ত ব্যবহারকারীদেরকে মিডিয়া শেয়ার করার জন্য ‘ফাইল’ (File) নামক বিকল্পটি ব্যবহার করতে হতো। তবে এই অপশনটি ইউজারদেরকে মিডিয়া হিসেবে নয়, বরং ডকুমেন্ট হিসেবে ফটো এবং ভিডিও শেয়ার করার সুযোগ দিতো। সেক্ষেত্রে আলোচ্য শর্টকাটটির আগমন ঘটলে ব্যবহারকারীরা আগামী দিনে সরাসরি যে-কোনো মিডিয়া হোয়াটসঅ্যাপ মারফত শেয়ার করতে পারবেন। ফলে অদূর ভবিষ্যতে মিডিয়া শেয়ার করা যে উইন্ডোজ ইউজারদের জন্য আরও সহজ হয়ে উঠতে চলেছে, সেকথা বলাই বাহুল্য৷ তদুপরি, এই শর্টকাটটি ব্যবহারকারীদের ফাইল এক্সপ্লোরার থেকে মিডিয়া সার্চ করতে সহায়তা করবে।

শর্টকাট ব্যবহার করলে কিন্তু ফটো কিংবা ভিডিওর গুণমান নষ্ট হবে

তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, এই শর্টকাট ব্যবহার করে মিডিয়া ফাইল শেয়ার করলে কিন্তু সেগুলি কমপ্রেসড হয়ে যাবে (অর্থাৎ, অরিজিনাল কোয়ালিটিতে ফাইলগুলি শেয়ার করা যাবে না)। প্রসঙ্গত জানিয়ে রাখি, যেহেতু WhatsApp-এ ডেটা ট্রান্সফার অতি দ্রুত হয়, সেই কারণে ছবি বা ভিডিও শেয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে প্রায় ৭০ শতাংশ রেজোলিউশন কমিয়ে দেয়। এর ফলে যদিও ফাইলগুলি ডিভাইসের খানিকটা কম স্টোরেজ স্পেস দখল করে থাকে, তবে কোনো গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিওর কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আলোচ্য শর্টকাটটি ব্যবহার করে মিডিয়া ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহারকারীদেরকে ফটো কিংবা ভিডিওর গুণমানের সঙ্গে আপোষ করতে হবে।