Amazon: অনলাইনে অর্ডার করুন, পাশের দোকান থেকেই সংগ্রহ করুন মুদিখানার বাজার

সাম্প্রতিক করোনা পরিস্থিতি বিশ্বব্যাপী অধিকাংশ মানুষকেই অনলাইন শপিং নির্ভর করে দিয়েছে। আগে যারা হয়তো অনলাইন শপিং কী তাই জানতেন না, লকডাউনের সময় বাইরে বেরোনো বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়েই অনলাইনে কেনাকাটা করতে করতে এখন সেটিই তাদের অনেকেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে। সত্যি কথা বলতে গেলে, প্রায় বাজারের দামেই যদি ঘরে বসেই সতেজ জিনিস পাওয়া যায়, তাহলে মন্দ কি! তবে এবার ইউজারদের আরও উন্নত অনলাইন শপিং এক্সপেরিয়েন্স প্রদান করতে এক অভিনব পরিকল্পনা করেছে Amazon India। সংস্থাটি জানিয়েছে যে, আগামী দিনে অনলাইনে মুদিখানার সামগ্রী অর্ডার করলে গ্রাহকরা সেগুলি আশেপাশের রিটেল স্টোর থেকে পিক আপ করতে সক্ষম হবেন। এবং এই নতুন শপিং মডেলের প্রবর্তনের জন্য সংস্থাটি একাধিক নতুন রিটেল স্টোর খোলার পরিকল্পনাও করছে।

খুব স্বাভাবিকভাবেই এই দুর্দান্ত পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউজাররা চরমভাবে উপকৃত হবেন, এবং Amazon-এর জনপ্রিয়তা যে আরও বহুল পরিমাণে বাড়বে সেকথা বলাই বাহুল্য। পাশাপাশি ই-গ্রোসারি মার্কেটে Tata-র মালিকানাধীন BigBasket, Walmart-র মালিকানাধীন Flipkart, Grofers এবং Reliance Industries-র JioMart-এর মতো সংস্থাগুলিকে জোর টক্কর দিতে সক্ষম হবে Amazon।

ই-কমার্স সাইটটি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই শপিং মডেলটি Whole Foods-এর মাধ্যমে ব্যবহার করেছে, যেখানে একজন ক্রেতা অনলাইনে Amazon Fresh-এ অর্ডার করার পর নির্বাচিত শহরগুলির নিকটতম Whole Foods স্টোর থেকে সেটি সংগ্রহ করতে পারবেন। Amazon-র এই মডেলটি Amazon Fresh এবং Amazon Grocery-র অধীনে কাজ করবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, Amazon Fresh অনলাইন গ্রোসারি অর্ডার বর্তমানে বেঙ্গালুরু থেকে শুরু করা হয়েছে। এখানে অনলাইন গ্রোসারি অর্ডারগুলি এখন দুই-তিন ঘন্টার মধ্যে নিকটতম স্টোর থেকে সংগ্রহ করা যেতে পারে।

তবে এই অ্যামাজন শপিং মডেলটিতে ক্যাশ-অন ডেলিভারির সুবিধা নেই। অর্ডার দেওয়ার সময় আপনাকে অর্থ প্রদান করতে হবে এবং তারপরে আপনি নিকটবর্তী দোকান থেকে প্রোডাক্টগুলি পেয়ে যাবেন। এই মডেলটিতে কেবল অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে। অ্যামাজন তার গ্রোসারি মডেলের জন্য Samara Capital-এর সাথে অংশীদারিত্ব করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন