পরিবেশকে বাঁচাতে ২০২৫ সালের মধ্যে প্লাস্টিকবিহীন প্যাকেজিং ব্যবস্থা আনবে Google

বর্তমানে পরিবেশ দূষণের একটি অন্যতম প্রধান কারণ হল প্লাস্টিক। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিমান প্লাস্টিক ব্যবহার করা হয়। অব্যবহৃত স্মার্টফোনের মাত্র ১৫% রিসাইকেল করা হয়। তবে Google এ বিষয়ে একটি আশাপ্রদ অবস্থান গ্ৰহণ করতে চলেছে। ইতিমধ্যেই তারা তাদের প্রোডাক্টের সঙ্গে রিসাইকেল করা প্যাকেজিং ব্যবহার শুরু করছে। এবার তারা ঘোষণা করেছে যে, ২০২৫-এর মধ্যে তারা সম্পূর্ণ প্লাস্টিকবিহীন প্যাকেজিং সরবরাহ করবে।

Google তাদের ব্লগে একে নতুন সাসটেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্য হিসাবে তুলে ধরেছে। তারা জানিয়েছে, ২০২২ সাল অব্দি রিসাইকেল করা জিনিস ব্যবহারের যে লক্ষ্য তারা স্থির করেছিল দু’বছর আগে তা পূর্ণ হয়ে গেছে। Google-এর মতে, Pixel 5 ১০০% রিসাইকেল করা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এর ফলে সরাসরি খনি থেকে তোলা অ্যালুমিনিয়াম ব্যবহারের তুলনায় ৩৫% কার্বন ফুটপ্রিন্ট কমে গেছে। Nest Audio ও Nest Thermostat-এর মতো প্রোডাক্টগুলিতে ৭০% অ্যাকুয়োস্টিক ফেবরিক ও ৭৫% রিসাইকলড্ প্লাস্টিক আছে। অবশ্য Chromecast ও Google TV-র কথা তারা উল্লেখ করেনি।

নতুন প্ল্যান অনুযায়ী Google-এর প্রোডাক্টগুলিতে ২০২৫ সালের মধ্যে ৫০% রিসাইকলড্ প্লাস্টিক থাকবে। তাদের মতে এটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের চেয়ে অনেকটাই এগিয়ে। আর এই লক্ষ্য অর্জনের জন্য তারা যতটা বেশি সম্ভব জিনিস রিসাইকেল করবে। Google আরো মনে করে যে ম্যানুফ্যাকচারিং-এর পর উৎপন্ন বর্জ্য সাসটেনেবল হওয়া উচিত। আর এর জন্য তারা ২০২২ সালের মধ্যে অ্যাসেম্বলি সাইটগুলিতে UL 2799 Zero Waste থেকে ল্যান্ডফিল সার্টিফিকেশন পাওয়ার চেষ্টা করছে।

এই সার্টিফিকেটে বলা থাকবে যে, কোম্পানি তাদের উৎপাদনের সময় উৎপন্ন বর্জ্যের বেশির ভাগটাই রিসাইকেল করছে। সবচেয়ে বেশি গুরুত্ব প্যাকেজিং-এর উপরেই দেওয়া হবে। কোম্পানি তাদের প্যাকেজিং কে সম্পূর্ণ কার্বন নিউট্রাল রাখার চেষ্টা করছে। ২০২৫ সাল অব্দি তাদের লক্ষ্য প্যাকেজিংয়ের সমস্ত জিনিস প্লাস্টিকমুক্ত করা এবং ১০০% পুনর্ব্যবহারযোগ্য করা। এই লক্ষ্য পূরণের জন্য তারা বিভিন্ন সাপ্লায়ারদের সাথে যোগাযোগ করেছে। পরিবেশ রক্ষার স্বার্থে Google-এর এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।