125, 150, ও 180cc ইঞ্জিনের সঙ্গে নতুন মোটরসাইকেল লঞ্চের ঘোষণা করল TVS

ভারতীয় টু-হুইলার কোম্পানি টিভিএস মোটর (TVS Motor) আফ্রিকার বাজারে নিজেদের ব্যবসা সম্প্রসারণে মনোনিবেশ করেছে। যার আওতায় সংস্থাটি ঘানাতে একাধিক মোটরসাইকেল এবং বাণিজ্যিক গাড়ি লঞ্চের কথা ঘোষণা করেছে। এক বিবৃতি প্রকাশ করে টিভিএস মোটর সূত্রে জানানো হয়েছে, আফ্রিকার এই দেশে তারা মোট সাতটি নতুন মডেল লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে – Neo NX, HLX সিরিজ, Apache 180 ও King সিরিজ (অটো)।

TVS ঘানাতে সাতটি নতুন যানবাহন লঞ্চ করল

আফ্রিকার বাজারে টিভিএস-এর HLX সিরিজ সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বেছে নেওয়ায় এটিই বর্তমানে তাদের বেস্ট সেলিং মোটরসাইকেলের তকমাধারী। চলতি মাসের শুরুতে বিশ্বের ৫৪টি দেশে ৩০ লক্ষ ইউনিট বিক্রির কথা জানিয়েছিল টিভিএস। এদিকে সংস্থাটি আরও একাধিক দেশে তাদের টু ও থ্রি হুইলার রপ্তানির পথ প্রশস্ত করে চলেছে।

সমগ্র বিশ্বে TVS-এর ব্যবসার হালহকিকত

টিভিএস সারা বিশ্বে ৮০-র বেশি দেশে যানবাহন বিক্রি করে। যার মধ্যে পড়ে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশ। এই প্রসঙ্গে টিভিএস মোটর কোম্পানির সহ-সভাপতি (আন্তর্জাতিক ব্যবসা) রাহুল নায়েক বলেন, “স্কুটার মোটরসাইকেল এবং তিন চাকার গাড়িতে বৈচিত্রময় ও বলিষ্ঠ করে তোলার ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। ঘানা-তে ব্যক্তিগত এবং লাস্ট মাইল কানেক্টিভিটি ক্ষেত্রে ব্যবহৃত মডেল ক্রেতাদের জন্য উপলব্ধ রয়েছে। আফ্রিকার বাজারে সেরা মান এবং ভরসাযোগ্য পণ্যের চাহিদা মেটানোর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।”

প্রসঙ্গত, ঘানাতে টিভিএস মোটর যানবাহন বিক্রির জন্য, Arash Motors-এর সাথে হাত মিলিয়েছে তারা। এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দেব বুলানি বলেন, “আমরা টিভিএস মোটর কোম্পানির সাথে গাঁটছড়া বাঁধতে পেরে উচ্ছ্বসিত। পাশাপাশি ঘানার ক্রেতাদের চাহিদা বিশেষভাবে পূরণ করতে পেরেছি। মটরের পণ্যগুলি প্রযুক্তি, গুণগত মান, বর্ধিত সুরক্ষা এবং ডিজাইন ও ফিচারের জন্য বিখ্যাত। সাতটা নতুন প্রোডাক্ট আমাদের ক্রেতাদের চাহিদা আরও ভালোভাবে পূরণ করতে সাহায্য করবে।”