Apple Beats Studio Buds ইয়ারবাড ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল

Apple একপ্রকার চুপিচুপি তাদের নতুন ওয়্যারলেস ইয়ারবাড, Beats Studio Buds লঞ্চ করলো। এই ইয়ারবাড আপাতত আমেরিকায় পাওয়া যাবে, যার দাম ধার্য করা হয়েছে, ১৫০ ডলার (প্রায় ১১,০০০ টাকা)।

বিটস স্টুডিও বাডস ট্রু ওয়্যারলেস ইয়ারবাড (TWS) একদম নতুন ডিজাইন ও ফিচার সহ এসেছে। যেমন এতে পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (ANC), প্লে ব্যাক কন্ট্রোল ও হ্যান্ডস ফ্রি সিরি ফিচার।

এছাড়া এটি iOS ও Android ডিভাইসে সাপোর্ট করবে। কোম্পানি জানিয়েছে, প্রতিটি বাডের ওজন ৫.১ গ্রাম এবং একবার চার্জে এগুলি ৮ ঘন্টা পর্যন্ত চলবে। আবার চার্জিং কেসের মাধ্যমে Beats Studio Buds ২৪ ঘন্টা পর্যন্ত প্লে টাইম অফার করবে।

যদিও ANC সক্রিয় থাকলে ব্যাটারি ব্যাকআপ কমে দাঁড়াবে ১০ ঘন্টায়। চার্জিং কেসে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সর্বোপরি এই ইয়ারবাডটি IPX4 রেটিং সহ এসেছে। এটি তিনটি কালারে উপলব্ধ- রেড, হোয়াইট ও ব্ল্যাক।

স্মার্টফোন, গাড়ি-বাইক সহ প্রযুক্তি দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে ফলো করুন আমাদের Google News ও Twitter পেজ, সঙ্গে অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।