Realme GT Master Edition আসছে Snapdragon 870 প্রসেসর সহ, দেখা গেল Geekbench-এ

Realme যে GT সিরিজের নতুন ফোন হিসেবে Realme GT Master Edition লঞ্চ করতে চলেছে, তা আমাদের অজানা নয়। গত কয়েকদিনে এই ফোনটির বিভিন্ন তথ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। গতকালই সামনে এসেছে Realme GT Master Edition এর রেন্ডার সহ স্পেসিফিকেশন। যেখান থেকে এর ডিজাইন ও মুখ্য ফিচার আমরা জানতে পেরেছি। তবে লঞ্চের আগে Realme GT Master Edition কে আজ বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench-এ দেখা গেল। বেঞ্চমার্ক লিস্টিং থেকে ফোনটি সম্পর্কে কী কী তথ্য সামনে এল আসুন জেনে নেওয়া যাক।

Realme GT Master Edition কে Geekbench-এ দেখা গেল

রিয়েলমি জিটি মাস্টার এডিশন কে আজ Realme RMX3366 মডেল নম্বর সহ গিকবেঞ্চে খুঁজে পাওয়া যায়। এই একই মডেল নম্বর সহ ফোনটি এর আগে TENAA-র ছাড়পত্র পেয়েছিল। গিকবেঞ্চ থেকে জানা গেছে, রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, অ্যাড্রনো ৬৫০ জিপিইউ, ১২ জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আমাদের অনুমান।

Realme-GT-Master-Edition-Geekbench-4-score

Realme GT Master Edition সম্পর্কে আগে কী জানা গিয়েছিল

গতকালের রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনে দেখা যাবে ৬.৪৩ ইঞ্চি ফুল-এইচডি প্লাস sAMOLED ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আবার এতে স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট ব্যবহার করা হবে। যদিও গিকবেঞ্চ লিস্টিং অন্য কথা বলছে। এছাড়া ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০।

Realme GT Master Edition ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ডিসপ্লের পাঞ্চ হোলের মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আবার ফোনটি ৪,৩০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে, যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

Realme GT Master Edition এর দাম

রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি জিটি মাস্টার এডিশন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে। এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৩৯৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ৩৫,৩০০ টাকার সমান। আবার এটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪৪৯ ইউরো (প্রায় ৩৯,৫০০ টাকা)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন