ওলেড ডিসপ্লে সহ চমৎকার ফিচার, Motorola Edge 50 Fusion ফোনের দামেও রয়েছে বড় চমক

টিপস্টার বলেছেন, Motorola Edge 50 Fusion ফোনের কোডনেম থাকবে 'Cusco।' এতে ৬.৭ ইঞ্চি পা-ওলেড ডিসপ্লে দেওয়া হবে।

Motorola সম্প্রতি জানিয়েছে যে, আগামী ৩ এপ্রিল তারা একটি লঞ্চের ইভেন্টের আয়োজন করেছে। যদিও এই ইভেন্টে কোন ডিভাইসের উপর থেকে পর্দা সরানো হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে মনে করা হচ্ছে যে, Motorola Edge 50, Edge 50 Pro, Edge 50 Fusion এর মধ্যে কোনো একটি ফোন লঞ্চ হবে। আজ জনপ্রিয় টিপস্টার ইভান ব্ল্যাশ শেষের ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করেছেন। আসুন টিপস্টার কি কি বললেন জেনে নেওয়া যাক।

Motorola Edge 50 Fusion এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার বলেছেন, Motorola Edge 50 Fusion ফোনের কোডনেম থাকবে ‘Cusco।’ এতে ৬.৭ ইঞ্চি পা-ওলেড ডিসপ্লে দেওয়া হবে। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। আবার এতে ২৫৬ জিবি স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

মোটোরলা এজ ৫০ ফিউশন ডিভাইসে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাইওএক্স ইউএক্স কাস্টম স্কিনে চলবে।

টিপস্টারের দাবি, মোটোরলা এজ ৫০ ফিউশন গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ আসবে। এর বডি আইপিস৬৮ রেটেড হবে। ফোনটি পিকক পিঙ্ক, ব্যালাড ব্লু সহ আরও বেশ কয়েকটি রঙে পাওয়া যাবে।

Motorola Edge 50 Fusion এর দাম

মোটোরলা এজ ৫০ ফিউশন এর মূল্য ২৫,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে।