নয়েজ ক্যান্সলেশন ফিচার সহ এল FirePods Rhythm ANC 901, Atlas ANC 801 ও Polaris ANC 701 ইয়ারফোন

ভারতীয় বাজারে লঞ্চ হল Fire-Boltt সংস্থার তিনটি অডিও ডিভাইস। নয়েজ ক্যান্সলেশন ফিচারসহ আসা নতুন এই ইয়ারফোনগুলি হল FirePods Rhythm ANC 901, FirePods Atlas ANC 801 এবং FirePods Polaris ANC 701। চলুন দেখে নেওয়া যাক নতুন এই তিনটি অডিও ডিভাইসের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

FirePods Rhythm ANC 901, FirePods Atlas ANC 801 এবং FirePods Polaris ANC 701 ইয়ারফোনে দাম ও লভ্যতা

নতুন ফায়ারপডস রিদম এএনসি ৯০১ ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা। অন্যদিকে ফায়ারপডস অ্যাটলাস এএনসি ৮০১ ইয়ারফোনের দাম রাখা হয়েছে ২,৩৯৯ টাকা। পাশাপাশি একেবারেই বাজেট রেঞ্জে এসেছে ফায়ারপডস পোলারিস এএনসি ৭০১। এর দাম ১,৯৯৯ টাকা। তিনটি ইয়ারফোনই এখন ই-কমার্স সাইট ফ্লিপকার্টে বিভিন্ন কালার অপশনে উপলব্ধ।

FirePods Rhythm ANC 901 ইয়ারফোনের স্পেসিফিকেশন

নতুন তিনটি ইয়ারফোনের মধ্যে ফায়ারপডস রিদম এএনসি ৯০১ ইয়ারফোনটি সবচেয়ে উন্নততর টেকনোলজির সাথে এসেছে। ট্রু ওয়্যারলেস স্টেরিও এই ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ফুল রেঞ্জ বেস ড্রাইভার এবং এর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি ২৩ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্চিত আওয়াজ এড়াতে সক্ষম। তাছাড়া এতে রয়েছে নির্দিষ্ট একটি গেমিং মোড। যা ৬০ এমএস পর্যন্ত ল্যাটেন্সি কমাতে পারবে।

সংস্থার মতে, এএনসি ফিচার চালু থাকলে একবার পুরোপুরি চার্জে ইয়ারফোনটি ৭ ঘণ্টা পর্যন্ত এবং চার্জিং কেস সমেত এটি ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। এর জন্য এতে দেওয়া হয়েছে ৬৫০এমএএইচ ব্যাটারি। ইয়ারফোনটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ডিজিটাল এলইডি ব্যাটারি ইন্ডিকেটর, নিকটবর্তী ডিভাইসের সঙ্গে দ্রুত সংযোগের জন্য সুপার সিঙ্ক টেকনোলজি এবং টাচ কন্ট্রোল সাপোর্ট ।

FirePods Atlas ANC 801 ইয়ারফোনের স্পেসিফিকেশন

ফায়ারপডস সিরিজের দ্বিতীয় ইয়ারফোনটি হল ফায়ারপডস অ্যাটলাস এএনসি ৮০১। এতে ব্যবহৃত হয়েছে তার ১৩ এমএম বেস ড্রাইভার। তাছাড়া ইয়ারফোনটি ২৫ ডেসিবেল পর্যন্ত এএনসি অফার করার পাশাপাশি কল চলাকালীন ইএনসি ফিচার সাপোর্ট করবে।

অন্যদিকে, একবার চার্জে এএনসি ফিচার চালু থাকলে ইয়ারফোনটির ব্যাটারি ৫ ঘন্টা পর্যন্ত এবং চার্জিং কেস সমেত এটি ২৪ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া এতে রয়েছে ফুলটাচ কন্ট্রোল ও সুপার সিঙ্ক টেকনোলজি। তবে ইয়ারফোনটিতে এলইডি ব্যাটারি ইন্ডিকেটর অনুপস্থিত।

FirePods Polaris ANC 701 ইয়ারফোনের স্পেসিফিকেশন

ফায়ারপডস সিরিজের সর্বশেষ এবং বাজেট রেঞ্জের মডেলটি হল ফায়ারপডস পোলারিস এএনসি ৭০১। এটি ৪৫ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যান্সলেশন করতে পারবে। তাছাড়া এর ডুয়াল টোন রাবার অয়েল ফিনিস চার্জিং কেসের উপর রয়েছে আরজিবি ব্রিথিং লাইট। শুধু তাই নয়, এর ইন-ইয়ার ডিজাইনের ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ফুল রেঞ্জ বেস ড্রাইভার। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে কেস সমেত ইয়ারফোনটি ২৪ ঘন্টা পর্যন্ত এবং কেস ছাড়া ৫ ঘন্টা পর্যন্ত একটানা ব্যাটারি লাইফ অফার করতে পারবে। সর্বোপরি, অন্য দুটি ইয়ারফোনের মত এই ইয়ারফোনটিও ফুল টাচ কন্ট্রোল এবার সুপার সিঙ্ক টেকনোলজিসহ এসেছে।