ভারতে লঞ্চ হওয়ার আগেই iQOO Z3 5G এর দাম ফাঁস, জানুন কিনতে কত খরচ হবে

মে মাসের শেষদিক থেকেই শোনা যাচ্ছে Vivo-র সাবব্র্যান্ড iQOO, তার ঘরোয়া বাজার অর্থাৎ চীনে লঞ্চ হওয়া iQOO Z3 5G স্মার্টফোনটি ভারতে আনার কথা ভাবছে। এমনকি দিন কয়েক আগে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন টিজ করার পাশাপাশি, সংস্থাটি নিশ্চিত করেছে যে, আগামী 8 জুন একটি ভার্চুয়াল ইভেন্টে iQOO Z3 5G স্মার্টফোনকে এদেশে লঞ্চ করা হবে। এছাড়া Amazon India থেকে জানা গেছে, এটি ভারতের প্রথম Snapdragon 768G প্রসেসরের ফোন হবে। আবার এতে 55W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 64MP প্রাইমারী সেন্সরসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যদিও এতদিন ফোনটির দাম সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। কিন্তু এবার সেই রহস্যের ওপর থেকেও পর্দা সরেছে! আসলে গতকাল জনপ্রিয় টিপস্টার এই আসন্ন স্মার্টফোনটির দাম নেটদুনিয়ায় ফাঁস করেছে।

টিপস্টার, Gadegetsdata একটি টুইট করে জানিয়েছেন, iQOO Z3 5G ফোনটি 6GB + 128GB, 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আসবে। এই ভ্যারিয়েন্টগুলির দাম হবে যথাক্রমে 20,990 টাকা, 21,990 টাকা এবং 23,990 টাকা। এই প্রসঙ্গে বলে রাখি, চীনের বাজারে ফোনটির দাম শুরু হয়েছে প্রায় 19,000 টাকা থেকে, তাই ভারতে এই ফোনের বিক্রয় মূল্য টিপস্টারের দাবির সাথে মিলে যাবে বলে ধরে নেওয়া যায়।

iQOO Z3 5G স্পেসিফিকেশন

চীনে লঞ্চ হওয়ার দরুন স্মার্টফোনটির ফিচার আমাদের জানা। iQOO Z3 5G ফোনে 1080×2408 পিক্সেল রেজোলিউশন সহ 6.8 ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে দেখা যাবে, যার আসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশ রেট 120Hz। আবার ফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 768G প্রসেসর এবং Android 11 ওএসের সাহায্যে চালিত হবে।

ক্যামেরার কথা বললে, এই হ্যান্ডসেটের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে 64MP প্রাইমারি সেন্সর (অ্যাপারচার f/1.79), 8MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স (অ্যাপারচার f/2.2) এবং 2MP ম্যাক্রো সেন্সর (অ্যাপারচার f/2.4) দেখা যাবে। যেখানে এটির সামনের দিকে থাকবে f/2.0 অ্যাপারচারসহ 16MP সেলফি শ্যুটার। আবার স্মার্টফোনটি 4,400mAh ব্যাটারি ক্যাপাসিটি সহ আসবে, যার সাথে 55W ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। আবার সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন