Yamaha Fascino 125 Hybrid সহ 125cc-র সেরা পাঁচটি স্কুটার দেখে নিন

স্কুটারের জনপ্রিয়তা দিন কে দিন বাড়ছে। যদিও অনেকের অভিযোগ মাইলেজের ক্ষেত্রে বাইকের থেকে অনেক পিছিয়ে স্কুটার। তবে ১২৫ সিসি ইঞ্জিনের সাথে আসা স্কুটারগুলি কিন্তু এই কমতি অনেকটাই ঢাকতে পেরেছে। আজ আমরা এই প্রতিবেদনে ১২৫ সিসি ইঞ্জিনের সেরা স্কুটারগুলির বিষয়ে আপনাদেরকে জানাবো।

Yamaha Fascino 125 Hybrid

তালিকার প্রথমেই রয়েছে Yamaha-র Fascino 125 Hybrid স্কুটার। ১২৫ সিসি ডিসপ্লেসমেন্ট স্কুটারগুলিতে মাইলেজের দিক থেকে যার নাম সর্বাগ্রে রয়েছে। ১ লিটার তেলে এটি ৬৮.৭৫ কিমি পথ অতিক্রম করতে সক্ষম। স্কুটারটি একটু ছোটখাটো হলেও এর মাইলেজ কিন্তু দুর্দান্ত। এতে স্মার্ট মোটর জেনারেটর (SMG) নামক নয়া প্রযুক্তিটি যুক্ত করায় এর মাইলেজ আগের চাইতে বৃদ্ধি পেয়েছে।

Yamaha RayZR 125

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে Yamaha-র আরেকটি স্কুটার RayZR 125। মাইলেজের দিক থেকে ফ্যাসিনো ১২৫ হাইব্রিড এর তুলনায় সামান্য কম হলেও এর পারফরম্যান্সও কিন্তু দারুণ। ১ লিটার তেলে গাড়িটি যায় ৬৬.২৩ কিমি। এখানে বলে রাখি, ফ্যাসিনো ১২৫ হাইব্রিড গাড়িটি দেশীয় বাজারে আসার আগে রে জেডআর ১২৫-ই ছিল সর্বাধিক মাইলেজের স্কুটি। তবে সদ্য লঞ্চ হওয়া ইয়ামাহা-র RayZR 125 Hybrid ভার্সনের স্কুটারটি মাইলেজের দিক থেকে সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলেই অনুমান করা হচ্ছে।

Hero Maestro Edge 125 BS6

তালিকার তৃতীয় স্থানে রয়েছে হিরো-র মায়েস্ত্রো এজ ১২৫ বিএস৬। প্রতি লিটার তেলে এর মাইলেজ ৬৫ কিমি। ডিজাইনের দিক থেকে এর স্পোর্টি লুক একটু কম হলেও স্কুটারটির ইঞ্জিনটি কিন্তু অসাধারণ। এর দুর্দান্ত টর্ক, এর গতিবেগ বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও এর i3S (বন্ধ/চালু) সিস্টেম Hero-র এই সেগমেন্টের অন্যান্য স্কুটারের তুলনায় একে খানিকটা এগিয়ে দিয়েছে।

Hero Destini 125 BS6

হিরো-র ডেস্টিনি ১২৫ বিএস৬ স্কুটারটি তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। এক লিটার তেলে গাড়িটির মাইলেজ ৬১.৬ কিমি, যা মায়েস্ত্রো এজ ১২৫ বিএস৬ এর তুলনায় কিছুটা কম। পারফরম্যান্সের দিক থেকেও কিন্তু গাড়িটির বিশেষ সুখ্যাতি আছে।

Suzuki Burgman Street 125

তালিকার সবশেষে যার নাম সেই সুজুকি বার্গম্যান স্ট্রিট ১২৫ এর মাইলেজ ৫৫.৮৯ কিমি (প্রতি লিটার তেলে)। গত বছর অর্থাৎ ২০২০-তে টু হুইলারটি ‘১২৫ সিসি মেগা স্কুটার কম্প্যারিজন’ খেতাব জিতেছিল। কেবলমাত্র পারফরম্যান্সের দিক থেকেই নয়, মাইলেজেও এটি সুজুকির নিজস্ব স্কুটার যেমন অ্যাক্সেস ১২৫ (Access 125) ছাড়াও সমগোত্রীয় অন্যান্য টু-হুইলারকে টেক্কা দিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন