Electric Car: ভর্তুকির ছড়াছড়ি, নতুন গাড়ি কিনতে 650 মিলিয়ন ইউরো অর্থ সাহায্যে অনুমোদন দিল ইতালি

জীবাশ্ম জ্বালানি চালিত যানবাহন পরিবেশ দূষণের জন্য অন্যতম দায়ী। একথা পরীক্ষিত। সম্পূর্ণভাবে পরিবেশ দূষণ কমানো না গেলেও পেট্রোল ডিজেল চালিত গাড়ির ব্যবহার কমলে, তা অনেকটাই লঘু করা যাবে। পরিবেশবিদদের এই সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়ে বিশ্বের প্রায় সমস্ত দেশ বর্তমানে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর পেছনে ছুটে চলেছে। যেনতেন প্রকারে এই জাতীয় গাড়ির ব্যবহার বাড়ানোই প্রধান লক্ষ্য। সে পথে পিছিয়ে নেই ইতালি। দেশে বৈদ্যুতিক বা কম দূষণ সৃষ্টিকারী গাড়ির চল বাড়াতে ৬৫০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩৬৭ কোটি টাকা) ভর্তুকি হিসাবে প্রদান করার জন্য নির্দেশিকায় স্বাক্ষর করল ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি (Mario Draghi)।

দেশের নাগরিকদের পরিবেশবান্ধব গাড়ি কিনতে ভর্তুকি দিতে ২০২২-২০২৪ পর্যন্ত প্রতি বছর উপরিউক্ত পরিমাণ অর্থ বরাদ্দ করবে ইতালি সরকার। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ইতালির গাড়ি সংস্থাগুলিকে সাহায্যের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসাবে ৮.৭ বিলিয়ন ইউরো (প্রায় ৭২,০০০ কোটি টাকা) দেওয়ার কথা ঘোষণা করেছিল সে দেশের সরকার। এই হেতু ২০২২-এ ৭০০ মিলিয়ন ইউরো এবং ২০৩০ পর্যন্ত প্রতি বছর ১ বিলিয়ন কোটি ইউরো বরাদ্দ করা হবে।

জানা গিয়েছে ফেব্রুয়ারি ও মার্চে ইতালিতে নতুন গাড়ির নিবন্ধীকরণ যথাক্রমে ২৩% এবং ৩০% কমেছে। এ দিকে ইতালির রাজধানী রোম ভ্যাট ছাড়া ৩৫,০০০ ইউরো দামের বৈদ্যুতিক যানবাহনের উপরে ৫,০০০ ইউরো পর্যন্ত ভর্তুকি দেবে। উক্ত নির্দেশিকায় উল্লেখ রয়েছে, পরিবেশ দূষণের জন্য দায়ী প্রথাগত জ্বালানির গাড়িটি যদি কেউ স্ক্র্যাপিংয়ের জন্য পাঠায়, তবে অতিরিক্ত ২,০০০ ইউরো ইনসেন্টিভ দেওয়া হবে।

৪৫,০০০ ইউরো মূল্যের প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক গাড়ি কিনলে দেওয়া হবে ৪,০০০ ইউরো ভর্তুকি। আবার ৩৫,০০০ ইউরো মূল্য অব্দি ইউরো ৬ গাড়ি স্ক্র্যাপিংয়ের জন্যে পাঠালে মিলবে ২,০০০ ইউরো আর্থিক সুবিধা। নির্দেশিকায় বলা হয়েছে, নতুন বৈদ্যুতিক মোটরসাইকেল এবং ছোট ও মাঝারি আকারের ইলেকট্রিক ভ্যান কিনলেও মিলবে ভর্তুকি।