Redmi Note 10S আগামীকাল লঞ্চ হচ্ছে, পাওয়া যাবে তিনটি রঙে

Xiaomi ভারতে তাদের নতুন ফোন Redmi Note 10S লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল অর্থাৎ ১৩ মে এই বাজেট ফোনটি ভারতে পা রাখবে। ই-কমার্স সাইট Amazon ইতিমধ্যেই ফোনটির জন্য মাইক্রোসাইট তৈরি করেছে। সেখান থেকে রেডমি নোট ১০এস ফোনের বিভিন্ন তথ্য সামনে এসেছে। এবার কোম্পানির তরফেও ফোনটির কালার ভ্যারিয়েন্ট প্রকাশ্যে আনা হল। ভারতে Redmi Note 10s ফোনটি তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Redmi India আজ একটি টিজারের মাধ্যমে নিশ্চিত করেছে যে, ভারতে রেডমি নোট ১০এস, হোয়াইট, শ্যাডো ব্ল্যাক ও মিডনাইট ব্লু কালার বিকল্পে কেনা যাবে। এর আগে কোম্পানির তরফে জানানো হয়েছিল, এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও এমআইইউআই ১২.৫ ইন্টারফেস থাকবে।

Redmi Note 10s এর স্পেসিফিকেশন

ইউরোপে লঞ্চ হওয়ার সুবাদে রেডমি নোট ১০এস এর স্পেসিফিকেশন আমাদের জানা। আশা করা যায়, একই স্পেসিফিকেশন সহ ফোনটি ভারতেও‌ আসবে। সেক্ষেত্রে এই ফোনে কর্নিং গরিলা গ্লাস ৩ সহ ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Redmi Note 10S এর সম্ভাব্য দাম

ইউরোপে রেডমি নোট ১০এস এর দাম শুরু হয়েছে ২৯৯ ডলার থেকে (প্রায় ১৬,৫০০ টাকা)। সেক্ষেত্রে ভারতে এই ফোনটি ১৫,০০০ টাকার রেঞ্জে আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন