সবচেয়ে সস্তায় কিনুন Apple, Dell, HP, Redmi-র ল্যাপটপ, সুযোগ দিচ্ছে Flipkart Big Saving Days Sale

আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart (ফ্লিপকার্ট)-এ শুরু হল Big Savings Days (বিগ সেভিং ডেজ) সেল। এই সেলটি আজ, অর্থাৎ ১৭ জানুয়ারি শুরু হয়েছে এবং চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। প্রতিটি বড়ো সেলের মতো এবারেও Flipkart-এর প্লাস মেম্বাররা ২৪ ঘন্টা আগে অর্থাৎ ১৬ জানুয়ারি থেকেই Big Saving Days-এর আর্লি অ্যাক্সেস পেয়ে গেছেন। ছয় দিনের এই সেলে স্মার্টফোন, স্মার্ট টিভি সহ অন্যান্য ডিভাইসের পাশাপাশি বিভিন্ন ল্যাপটপও ডিসকাউন্ট বা অফারে কেনার সুযোগ থাকবে।

ফ্লিপকার্ট-এর তরফ থেকে জানানো হয়েছে যে, বিগ সেভিংস ডেজ সেলে নামজাদা ব্র্যান্ডের ল্যাপটপ মডেলগুলিতে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনার যদি একটি নতুন ল্যাপটপ কেনার প্ল্যান থাকে, তাহলে ফ্লিপকার্টের এই সেলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুযোগ। এই প্রতিবেদনে আমরা বেশ কয়েকটি নজরকাড়া ল্যাপটপ মডেলের বর্তমান দামের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলি বিগ সেভিং ডেজ সেলে আকর্ষণীয় ছাড়ে কেনা যাবে।

Apple MacBook Air M1

অ্যাপল ম্যাকবুক এয়ার এম১-এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ মডেলটির এমনিতে দাম ৮৫,৯৯০ টাকা। তবে চলতি সেলে ক্রেতারা ২,০০০ ছাড়ে এটি ৮৩,৯৯০ টাকায় কেনার সুযোগ পাবেন। এটি Apple-এর এম ১ প্রসেসর দ্বারা চালিত এবং এতে ১৩.৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে।

Dell Vostro

ডেল ভোস্ট্রো ল্যাপটপটিতে ৮ জিবি র‌্যাম এবং ১টিবি হার্ড ড্রাইভ সহ ১১ তম প্রজন্মের ইন্টেল আই৩ প্রসেসর বিদ্যমান। এমনিতে এটির দাম ৩৯,৪৭২ টাকা হলেও, সেল চলাকালীন ক্রেতারা এই মডেলটি ৩৭,৯৯০ টাকায় কিনতে পারবেন। ল্যাপটপটিতে একটি ১৪ ইঞ্চি ডিসপ্লে এবং Microsoft Office প্রি-ইনস্টল করা আছে।

HP Pavillion Gaming Ryzen 7

এইচপি প্যাভিলিয়ন গেমিং রাইজেন ৭ এমনিতে ফ্লিপকার্টে ৭৫,৫৫০ টাকায় পাওয়া যায়, তবে বিগ সেভিং ডেজ সেল চলাকালীন এটিতে ৬৯,৯৯০ টাকায় পকেটস্থ করা যাবে। ১৫.৬ ইঞ্চি ডিসপ্লেযুক্ত এই ল্যাপটপটিতে ১৬ জিবি ডিডিআর৪ র‌্যাম এবং ১টিবি স্টোরেজ সহ একটি এএমডি রাইজেন ৭ অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। সেইসাথে এতে Microsoft Office প্রি-ইনস্টল করা আছে।

RedmiBook 15

রেডমিবুক ১৫ একটি সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ, যার দাম ৩৯,৯৯০ টাকা। তবে চলতি সেলে ক্রেতারা এটি ৩৬,৯৯০ টাকায় কেনার সুযোগ পাবেন। ১৫.৬ ইঞ্চি ডিসপ্লেযুক্ত এই ল্যাপটপটি ১১ তম প্রজন্মের ইন্টেল আই৩ প্রসেসর দ্বারা চালিত, এবং এতে ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম এবং ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। মডেলটিতে Microsoft office suite প্রি-ইনস্টল করা আছে।

MSI GF63

এমএসআই জিএফ৬৩ চলতি সেলে দাম ৬৩,৯৯০ টাকার পরিবর্তে ৫৫,৯৯০ টাকায় পাওয়া যাবে। ল্যাপটপটি ১০ তম প্রজন্মের ইন্টেল আই৫ হেক্সা কোর প্রসেসর দ্বারা চালিত, এবং এতে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম এবং ২৫৬ জিবি এসএসডি এবং ১টিবি এইচডিডি স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। ডিভাইসটিতে Microsoft office suite প্রি-ইনস্টল করা আছে।