নতুন Mahidra Scorpio N-কে টেক্কা দিতে Tata-র বাজি Safari Facelift, একগুচ্ছ নয়া ফিচার-সহ লঞ্চ হবে

ভারতে এসইউভি গাড়ির চাহিদা তুঙ্গে। ২০২২ পড়ার পর থেকে প্রতি পাঁচজনের মধ্যে দু’জন কিনছেন এই গাড়ি। বর্তমানে গাড়ির বাজারের ২১% মার্কেট শেয়ার রয়েছে এসইউভি সেগমেন্টের জিম্মায়। যা দেখে গাড়ি নির্মাতারাও নিত্যনতুন মডেল বাজারে আনতে যথেষ্ট উৎসুক। যার প্রকৃষ্ট উদাহরণ মাহিন্দ্রা (Mahindra)। এই সেগমেন্টে XUV700 ও নতুন Thar লঞ্চের পর পরশুদিন নতুন অবতারে Scorpio-N লঞ্চ হয়েছে। তবে গ্রাহক ধরার দৌড়ে পিছিয়ে নেই প্রতিপক্ষ দেশীয় সংস্থা Tata। ডিজেলের পর এবার Tata Safari এসইউভি পেট্রল ইঞ্জিনের সাথে বাজারে আসতে চলেছে।

আসলে বাজারে উপলব্ধ প্রায় সমস্ত এসইউভি গাড়ি পেট্রল জ্বালানিতে উপলব্ধ। কিন্তু Tata Safari শুধু ডিজেল ইঞ্জিনে এসেছে। ফলে হাতছাড়া হচ্ছিল অনেক গ্রাহক। প্রতিপক্ষ Scorpio-N উভয় জ্বালানির বিকল্প আসতে দেখে এবারে Safari-ও পেট্রোল ভার্সনে আসতে চলেছে। ইতিমধ্যেই রাস্তায় নতুন Safari-কে দেখা গিয়েছে। এতে মিড-লাইফ ফেসলিফ্ট আপডেট দেওয়া হবে। পেট্রল ইঞ্জিন ছাড়াও নয়া মডেলের ডিজাইনে একাধিক পরিবর্তন দেওয়া হবে ও একগুচ্ছ ফিচার সংযোজিত হবে।

2023 Tata Safari Facelift -এ ১.৫ লিটার ৪-সিলিন্ডার টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন দেওয়া হতে পারে। এটি তাদের ১.২ লিটার ৩-সিলিন্ডার রেভোট্রন টার্বো পেট্রোল ইঞ্জিনের উপর ভিত্তি করে তৈরি হতে পারে। নেক্সনে এই ১.২ লিটার ইঞ্জিনটি রয়েছে। নতুন টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন থেকে ১৬০ বিএইচপি ও ২৫০ এনএম টর্ক পাওয়া যেতে পারে।  ৬-স্পিড ম্যানুয়াল অথবা অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে হাজির হতে পারে।

2023 Tata Safari Facelift সম্ভাব্য ফিচার্স

নতুন Tata Safari Facelift -এ ADAS বা অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ফিচার দেওয়া হতে পারে। যা তার প্রতিদ্বন্দ্বী Mahindra XUV700-এও আছে। এছাড়া ব্লাইন্ড স্পট মনিটরিং, অটোনমাস এমার্জেন্সি ব্রেকিং, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন অ্যাসিস্ট সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য থাকতে পারে।

প্রসঙ্গত, বর্তমানে সাফারি এসইউভিতে রয়েছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে যুক্ত একটি ৮.৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, iRA কানেক্টেড কার টেকনোলজি, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, প্যানোরামিক সানরুফ, Xenon HID প্রোজেক্টর হেডল্যাম্প, কর্নারিং ফাংশন যুক্ত ফগ ল্যাম্প, ৯টি JBL অডিও সিস্টেম, ৬-ওয়ে ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট সহ নানা ফিচার।