Oppo A58 4G: চ্যাম্পিয়ন ফিচার্স, বড় ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হল ওপ্পোর নতুন ফোন

Oppo A58 4G-এর একমাত্র ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ওপ্পোর ইন্দোনেশিয়ান ওয়েবসাইটে ২৪,৯৯,০০০ রূপিয়াহ (প্রায় ১৩,৬২০ টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে।

ওপ্পো অবশেষে আজ ইন্দোনেশিয়ার মার্কেটে নতুন Oppo A58 4G স্মার্টফোন লঞ্চ করেছে, যার দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকার কম। ডিভাইসটি আগামী দিনে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো বাজারেও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে ফুলএইচডি ডিসপ্লে, MediaTek Helio G85 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন Oppo A58 4G-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo A58 4G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

সদ্য লঞ্চ হওয়া ওপ্পো এ৫৮ ৪জি স্মার্টফোনে ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৭২ ইঞ্চির ফুলএইচডি ডিসপ্লে রয়েছে, যা ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৬৮০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটিতে নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। পাশাপাশি, এটিতে ফেস-আনলক ফিচারটিও রয়েছে। ওপ্পো এ৫৮ ৪জি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত, যা ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, ওপ্পো এ৫৮ ৪জি-এর রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে হাই-রেজোলিউশন ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স অন্তর্ভুক্ত রয়েছে। প্রাইমারি ক্যামেরাটি ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড হারে ১,০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ওপ্পো এ৫৮ ৪জি-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Oppo A58 4G-এর মূল্য এবং লভ্যতা

Oppo A58 4G-এর একমাত্র ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ওপ্পোর ইন্দোনেশিয়ান ওয়েবসাইটে ২৪,৯৯,০০০ রূপিয়াহ (প্রায় ১৩,৬২০ টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে। এটি দুটি কালার অপশনে উপলব্ধ – ড্যাজলিং গ্রিন এবং গ্লোয়িং ব্ল্যাক। তবে ভারতের বাজারে Oppo A58 4G কবে আসবে, সেসম্পর্কে ওপ্পোর তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।