আকর্ষণীয় অফারের সাথে শুরু হল Realme C35 এর সেল, দেখতে iPhone 13

গত ৭ই মার্চ Realme তাদের এন্ট্রি-লেভেল সেগমেন্টের লেটেস্ট স্মার্টফোন হিসাবে ভারতে লঞ্চ করেছিল Realme C35। আর, আজ অর্থাৎ ১২ই মার্চ উক্ত মডেলটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের (Realme.com) মাধ্যমে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হল। বিশেষত্বের কথা বললে, এই সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা সেটআপের ডিজাইন iPhone 13 এর মতো। তদুপরি, Realme C35 ফোনে পাওয়া যাবে একটি ৬.৬ ইঞ্চির FHD+ ডিসপ্লে, ইউনিসক টাইগার টি৬১৬ চিপসেট এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া, ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারিও উপলব্ধ থাকছে বাজেট-রেঞ্জের এই স্মার্টফোনে। আসুন নবাগত Realme C35 ফোনের দাম ও যাবতীয় স্পেসিফিকেশনের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

রিয়েলমি সি৩৫ দাম ও সেল অফার (Realme C35 Price & Sale Offer)

ভারতে রিয়েলমি সি৩৫ ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। আবার ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১২,৯৯৯ টাকা। ফোনটি গ্লোয়িং ব্ল্যাক ও গ্লোয়িং গ্রিন কালারে এসেছে।

উপলব্ধতার কথা বললে, ই-কমার্স সাইট Flipkart ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রিয়েলমি সি৩৫ স্মার্টফোনকে আজ থেকেই কেনা যাবে। প্রথম সেলের অংশ হিসাবে ক্রেতারা রিয়েলমির এই নয়া স্মার্টফোন খরিদ্দারীর ক্ষেত্রে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এরজন্য SBI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে।

রিয়েলমি সি৩৫ স্পেসিফিকেশন, ফিচার (Realme C35 Specifications, Features)

রিয়েলমি সি৩৫ ফোনে দেওয়া হয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার-ড্রপ নচ স্টাইল এবং এটি ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০১পিপিআই পিক্সেল ডেনসিটি, ৪৮০ নিট পিক ব্রাইটনেস, ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৯০.৭% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে।

Realme C35 ফোনে ব্যবহার করা হয়েছে, এআরএম মালি-জি৫৭ জিপিইউ সহ ২.০ গিগাহার্টজ ক্লক রেটের ইউনিসক টাইগার টি৬১৬ চিপসেট। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই (Realme UI) কাস্টম স্কিনে রান করে। এছাড়া, এতে, ৪ জিবি LPDDR4x র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। যদিও, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ডিভাইসের স্টোরেজ বর্ধিত করা সম্ভব।

ফটোগ্রাফির জন্য Realme C35 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Samsung S5KJN1 প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ব্ল্যাক-এন্ড-হোয়াইট লেন্স৷ আবার ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের Sony IMX355 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

Realme C35 ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য ডুয়েল-সিমের এই ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।